সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিউজক্লিকের প্রতিষ্ঠাতা প্রবীর পুরকায়স্থকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশের সন্ত্রাসদমন শাখা। গ্রেপ্তার হয়েছেন সাংবাদিক অমিত চক্রবর্তীও। আপাতত ৭ দিনের জেল হেফাজতে রয়েছেন তাঁরা। এই পরিস্থিতিতে জানা গেল, দিল্লি পুলিশ তাদের এফআইআরে দাবি করেছে নানা বিদেশি সংস্থার থেকে কোটি কোটি টাকা নিয়ে ভুয়ো খবর ছড়াত নিউজক্লিক। এই বিদেশি সংস্থাদের অন্যতম শাওমি ও ভিভোর মতো টেলিকম সংস্থা।
সেই সঙ্গে আরও অভিযোগ, ওই নিউজ পোর্টালটির একটি বড় এজেন্ডাই ছিল অরুণাচল প্রদেশ (Arunachal Pradesh) ও কাশ্মীরকে (Kashmir) ভারতের অংশ হিসেবে না দেখানো! দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, প্রবীর পুরকায়স্থ ও মার্কিন ধনকুবের সিংহমের মধ্যে ইমেল চালাচালির প্রমাণ পেয়েছে তারা। যেখানে আলোচনা করা হয়েছে কীভাবে এমন মানচিত্র তৈরি করা যায় যেখানে কাশ্মীর ও অরুণাচল প্রদেশকে ‘বিতর্কিত অঞ্চল’ হিসেবে দেখানো যায়। পুলিশের দাবি, দুই অভিযুক্ত প্রবীর ও অমিত ১১৫ কোটি টাকা পেয়েছিলেন দেশের ওই ত্রুটিপূর্ণ মানচিত্র তৈরি করার জন্য। প্রসঙ্গত, চিন বারবারই যে দাবি করে, তাকেই মান্যতা দেওয়ার জন্য জনমত তৈরির দায়িত্ব নিয়েছিল নিউজক্লিক, অভিযোগ তেমনই।
মঙ্গলবারই নিউজক্লিকের (NewsClick) দপ্তর ও প্রায় ৩০ জন সাংবাদিকের বাড়িতে তল্লাশি চালায় ইডি। এরপর রাতে গ্রেপ্তার করা হয় প্রবীর ও অমিতকে। এদিকে নিউজক্লিকের তরফে পেশ করা এক বিবৃতিতে দাবি করা হয়েছে, ‘কারও কথায় খবর করি না। কারও হয়ে খবর করি না। চীন বা নেভিল সিঙ্ঘমের কথাতেও না।’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.