সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিকে যখন উপরাষ্ট্রপতি পদ থেকে জগদীপ ধনকড়ের আচমকা ইস্তফা দেওয়া নিয়ে বিতর্ক চলছে, তার মধ্যেই নতুন উপরাষ্ট্রপতি নিয়ে অঙ্ক কষা শুরু করেছে বিজেপি। প্রাথমিকভাবে শোনা যাচ্ছিল, এবার উপরাষ্ট্রপতি পদে এনডিএ শরিক দলগুলির কোনও বর্ষীয়ান নেতাকে বসানো হতে পারে। কিন্তু বিজেপি সূত্র সে সম্ভাবনা খারিজ করে দিচ্ছে। সূত্রের দাবি, উপরাষ্ট্রপতি হিসাবে এমন কাউকে বাছা হবে যিনি বিজেপির মূল ভাবধারার সঙ্গে সম্পৃক্ত।
জোট রাজনীতিতে শরিকদের খুশি করার জন্য ওই পদটি কোনও শরিক দলকে উপহার দিতে পারে বিজেপি। রাজধানীর অলিন্দে দু’দিন ধরেই এ নিয়ে জল্পনা চলছে। শোনা যাচ্ছিল, বর্তমান রাজ্যসভার ডেপুটি স্পিকার হরিবংশ নারায়ণ সিংকেই উপরাষ্ট্রপতি করা হতে পারে। কোনও কোনও মহল থেকে ভাসানো হচ্ছিল নীতীশ কুমারের নামও। আবার বর্ষীয়ান জেডিইউ নেতা রাম নাথ ঠাকুরের নামও ভেসে আসছিল কোনও কোনও মহল থেকে। সবটাই বিহার ভোটের অঙ্ক মাথায় রেখে।
কিন্তু গেরুয়া শিবির সূত্র বলছে, কোনও শরিকদলের জন্য উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যানের মতো গুরুত্বপূর্ণ পদ ছাড়তে রাজি নয় বিজেপির শীর্ষ নেতৃত্ব। কারণ, সংসদীয় রাজনীতিতে রাজ্যসভার চেয়ারম্যান পদটির গুরুত্ব অপরিসীম। ওই পদে দলের শীর্ষ নেতৃত্বের ঘনিষ্ঠ এবং বিজেপির মূল ভাবধারার সঙ্গে সম্পৃক্ত কোনও নেতাকেই বসানো হতে পারে। বিজেপি সেই নেতা বাছতে পারে বিহার বা দক্ষিণ ভারত থেকে। তবে তিনি যে কোনও শরিকদলের সদস্য হবেন না, সেটা স্পষ্ট। এখন দেখার উপরাষ্ট্রপতি হিসাবে কাকে বাছে গেরুয়া শিবির।
দেশের সংবিধান অনুযায়ী, উপরাষ্ট্রপতি পদ ফাঁকা রাখা যায় না। ওই পদ শূন্য হলে দ্রুত নির্বাচন করাতে হয়। সেই মতো প্রস্তুতি শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন। ২৩ জুলাই, বুধবার এই বিষয়ে বিজ্ঞাপ্তি জারি হয়েছে। সেখানে জানানো হয়েছে, উপরাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে। এরপর নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হবে। নির্বাচনের কমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে ‘ইলেক্টোরাল কলেজ’ তৈরির কাজ চলছে। (লোকসভা এবং রাজ্যসভার নির্বাচিত এবং মনোনীত সাংসদদের নিয়েই ইলেক্টোরাল কলেজ গঠিত হয়।) এখনও পর্যন্ত রিটার্নিং অফিসার এবং সহকারী রিটার্নিং অফিসার চূড়ান্ত হয়নি। এই বিষয়েও কাজ চলছে। সুষ্ঠু নির্বাচনের জন্য অতীতের উপরাষ্ট্রপতি নির্বাচনের তথ্যাবলী খতিয়ে দেখছে কমিশন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.