সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাশ্মীরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে অভিযানে এবার এনআইএ। সূত্রের খবর, শোপিয়ান, পুলওয়ামা, কুলগাম-সহ উপত্যকার মোট ৩২টি জায়গায় চলছে তল্লাশি। এনআইএ-র সঙ্গে রয়েছে পুলিশ এবং আধাসেনাও।
সূত্রের খবর, ২০২২ সালে একাধিক সন্ত্রাসবাদী সংগঠন এবং ওভারগ্রাউন্ড কর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলার তদন্তেই এদিন উপত্যকায় অভিযানে নামে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। এ প্রসঙ্গে পুলিশের এক আধিকারিক বলেন, “দক্ষিণ কাশ্মীরের শোপিয়ান, রেবান নীলদুরা এবং চেক-ই-চোল্যান্ড গ্রামে তল্লাশি চলছে। এছাড়াও কুলগাম জেলার দেবসার, বুগাম, সোনিগাম এবং মানজগাম গ্রামের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েছেন এনআইএ-র আধিকারিকরা।”
উল্লেখ্য, গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর সন্ত্রাসবাদ কার্যকলাপের বিরুদ্ধে একাধিক পদক্ষেপের কথা ঘোষণা করে ভারত সরকার। অপারেশন সিঁদুর অভিযানে পাকিস্তান ও পাক অধীকৃত কাশ্মীরের ৯টি জঙ্গি ঘাঁটি উড়িয়ে দেওয়া হয়। এরই মধ্যে উপত্যকায় লুকিয়ে থাকা জঙ্গিদের খোঁজে চিরুনি তল্লাশি শুরু করে সেনা। দু’টি পৃথক অভিযানে ছ’জন জঙ্গিকে নিকেশ করে সেনা। পাশাপাশি তৎপর হয়েছে এনআইএও। বলা বাহুল্য, পহেলগাঁও হামলার পর জঙ্গিদমনে এই প্রথম বড়সড় অভিযানে নামল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.