ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি বছরের ৩০ জুনের নিরিখে এনআইএ-তে শূন্যপদের সংখ্যা ৫৪১টি। মঙ্গলবার লোকসভায় তৃণমূল সাংসদ মালা রায়ের প্রশ্নের জবাবে এমনটাই জানানো হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে। আর এরপরই সরব বিরোধীরা। তাদের দাবি, যেখানে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ অপরাধের তদন্তভার সংশ্লিষ্ট সংস্থাটিরই হাতে, সেখানে কেন এত শূন্যপদ।
প্রসঙ্গত, মঙ্গলবার লোকসভায় এনআইএ-র শূন্যপদের খতিয়ান দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই জানান, মোট শূন্যপদ ৫৪১। এর মধ্যে সবচেয়ে বেশি পদ খালি সাব ইন্সপেক্টর পদে- ৯৩। এছাড়া অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ৫৪, ইন্সপেক্টর ৭৭, ডেটা এন্ট্রি অপারেটর ৪০, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ ১২, ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ ২০, অ্যাডিশনাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ ১১, সাইবার ফরেনসিক এক্সামিনার ১৭- বিভিন্ন পদে শূন্য আসনের পরিসংখ্যান এমনই। এমনকী, কনস্টেবল পদেও রয়েছে ৩৭টি শূন্যপদ।
সব মিলিয়ে শূন্যপদের হার ২৮ শতাংশ। সেই সঙ্গেই প্রতিমন্ত্রী জানান, ৩০ জুন পর্যন্ত এনআইএ-র হাতে রয়েছে ৬৭৭টি মামলা। পাশাপাশি তিনি আরও বলেন, গত তিন বছরে ৭৮টি এনআইএ মামলার নিষ্পত্তি হয়েছে। এতে শাস্তির হার তথা কনভিকশন রেট ৯৭.৪৩ শতাংশ।
এই পরিসংখ্যান জানার পরই প্রতিবাদ করেন বিরোধীরা। তাঁদের দাবি, কেন এমন গুরুত্বপূর্ণ সংস্থায় এত শূন্যপদ। বলে রাখা ভালো, ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরনে জঙ্গি হামলার মামলারও তদন্তভার রয়েছে এনআইএ-র হাতে। এছাড়াও বহু গুরুত্বপূর্ণ মামলার তদন্ত করছে তারা। সেক্ষেত্রে কী করে এত শূন্যপদ, সেই প্রশ্ন তুলেই সরব হয়েছে বিরোধীরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.