সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেরলের নার্স নিমিশা প্রিয়ার এখনই মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার সম্ভাবনা নেই। চলছে দর কষাকষি। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে এমনটাই জানাল আন্তর্জাতিক অ্যাকশন কাউন্সিল। তারাই নিমিশাকে আইনি সহায়তা দিচ্ছে। এরপরই শীর্ষ আদালত জানিয়ে দেয়, শুনানি আপাতত স্থগিত থাকবে ৮ সপ্তাহ।
এদিন পিটিশনারদের তরফে বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চকে জানানো হয়, ”দর কষাকষি চলছে। এখনও পর্যন্ত যা পরিস্থিতি তাতে এখনই ভয়ের কিছু নেই। দয়া করে ৮ সপ্তাহের জন্য শুনানি মুলতুবি রাখুন। ততদিনে সবটা পরিষ্কার হয়ে যাবে। যদি এর মধ্যে কোনও আপৎকালীন পরিস্থিতি তৈরি হয়, অবশ্যই জানাব।”
প্রসঙ্গত, কেরলের পালাক্কড় জেলার বাসিন্দা নিমিশা প্রিয়া ২০০৮ সাল থেকে ইয়েমেনের এক হাসপাতালে কাজ করতেন। ২০১৪ সালে তাঁর স্বামী ও কন্যা ভারতে ফিরে এলেও নিমিশা সেখানে থেকে যান। এক ব্যক্তিকে হত্যার অপরাধে ২০১৭ সাল থেকে ইয়েমেনের জেলে বন্দি রয়েছেন তিনি। ২০১৮ সালে এই মামলায় তাঁকে মৃত্যুদণ্ডের সাজা শোনায় ইয়েমেনের আদালত। তাঁর প্রাণ বাঁচাতে এত বছর ধরে আইনি লড়াই চালিয়ে এসেছে নিমিশার পরিবার। প্রবাসী ভারতীয় ওই যুবতীর প্রাণভিক্ষার আবেদন রাষ্ট্রপতির কাছে পৌঁছলে তা খারিজ করে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দেন সে দেশের প্রেসিডেন্ট রশিদ মহম্মদ আল আলিমি। ব্লাড মানির বিনিময়ে নিমিশার প্রাণভিক্ষার আর্জি জানানো হলেও রাজি হয়নি মৃতের পরিবার। এই পরিস্থিতিতে প্রিয়ার মৃত্যুদণ্ড রদ করতে তৎপর হয় বিদেশমন্ত্রক। অবশেষে সাময়িক ভাবে হলেও আটকানো গিয়েছে তাঁর ফাঁসি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.