Advertisement
Advertisement
Nirmala Sitharaman

জিএসটির প্রচারে আগামী সপ্তাহেই বঙ্গে নির্মলা, সঙ্গে বিজেপির একাধিক নেতা

জিএসটি নিয়ে দেশব্যাপী প্রচারের শুরুতেই বঙ্গ সফরে নির্মলা।

Nirmala Sitharaman to visit Bengal for GST Campaign
Published by: Subhajit Mandal
  • Posted:September 10, 2025 12:18 am
  • Updated:September 10, 2025 12:18 am   

নন্দিতা রায়, নয়াদিল্লি: জিএসটি নিয়ে প্রচার করতে আগামী সপ্তাহেই বাংলায় যাচ্ছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। সম্ভবত ১৮ সেপ্টেম্বর রাজ্যে যাচ্ছেন নির্মলা। এ ছাড়াও আগামী কয়েকদিনে কেন্দ্রীয় সরকারের একাধিক মন্ত্রী পা রাখতে চলেছেন বাংলায়।

Advertisement

এনডিএ-র বৈঠকে সোমবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সমস্ত সাংসদদের জিএসটি নিয়ে নতুন যে সমস্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেগুলির সুফল প্রচারের নির্দেশ দিয়েছেন। মানুষের উপর থেকে করের বোঝা কীভাবে কমানো হচ্ছে সেই বিষয়গুলি নিজের নিজের এলাকায় প্রচার করার জন্য নির্দেশ দিয়েছিলেন মোদি। তারপরেই ঠিক হয়েছে নির্মলাও দেশের প্রতিটি রাজ্য রাজ্যে গিয়ে সাংবাদিক বৈঠক করে জিএসটি-র নতুন হারের সুফল মানুষকে জানাবেন। সেই তালিকায় প্রথম দিকেই রয়েছে বাংলার নাম।

বিহার ও বাংলা আপাতত এই দুই রাজ্যের দিকেই প্রধান নজর রয়েছে বিজেপির। বাংলায় দুর্গাপুজো, কালীপুজো তথা উৎসবের মরশুম পার হওয়ার পরেই রাজনৈতিক কর্মসূচি শুরু করার পরিকল্পনা করেছে বিজেপি। কিন্তু পুজোর আগেই খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ একঝাঁক কেন্দ্রীয় মন্ত্রী বঙ্গ সফরে বিভিন্ন অনুষ্ঠানে যাবেন বলেই ঠিক হয়েছে। আগামী সপ্তাহেই মোদি এবং নির্মলার পরেই বিদেশমন্ত্রী এস জয়শংকরও সরকারি কর্মসূচিতে বঙ্গ সফরে যাবেন বলেই বিজেপি সূত্রের খবর।

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবেরও এর মধ্যেই বাংলায় যাওয়ার কথা রয়েছে। তাছাড়াও চলতি মাসেই দুর্গাপুজো উদ্বোধন করতে বাংলায় যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কলকাতা ও সংলগ্ন এলাকার দুটি পুজোতে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাঁর। বঙ্গ বিজেপির পক্ষ থেকে দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও যাতে বাংলায় যান তার জন্যও অনুরোধ করা হয়েছে বলেও জানা গিয়েছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ