সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোটমুখী বিহারে বিরোধী শিবিরকে টক্কর দিতে বড় চমক মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের। মঙ্গলবার মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন, রাজ্যে নারী ক্ষমতায়ণের লক্ষ্যে বিহারে সমস্ত সরকারি চাকরিতে মহিলাদের জন্য ৩৫ শতাংশ সংরক্ষণ চালু করা হবে সরকারের তরফে। শুধু তাই নয়, রাজ্যের যুব সম্প্রদায়ের স্বার্থে ‘বিহার যুব কমিশন’ গঠনেরও ঘোষণা করেন নীতীশ।
মন্ত্রিসভার বৈঠকের পর এক্স হ্যান্ডেলে এই বিষয়ে বার্তা দেন খোদ মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। যেখানে তিনি জানান, ‘রাজ্যের সমস্ত সরকারি চাকরির সমস্ত বিভাগে মহিলাদের জন্য ৩৫ শতাংশ সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আমাদের এই সিদ্ধান্তের একটাই লক্ষ্য রাজ্যের সমস্ত বিভাগের সরকারি চাকরিতে মহিলাদের প্রতিনিধিত্ব বাড়ানো। আরও বেশি সংখ্যক মহিলা যাতে কর্মক্ষেত্রে প্রবেশ করে বিহারের শাসনব্যবস্থা ও প্রশাসনিক স্তরে গুরুত্বপূর্ণ পালন করেন সেটাই আমাদের লক্ষ্য।’
শুধু তাই নয়, রাজ্যের যুব সম্প্রদায়ের কথা মাথায় রেখেও বড় পদক্ষেপ করা হয়েছে সরকারের তরফে। এক্স হ্যান্ডেলে সে বিষয়ে মুখ্যমন্ত্রী জানান, ‘অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, বিহারের যুবকদের আরও বেশি করে কর্মসংস্থানের সুযোগ করে দিতে, প্রশিক্ষণের মাধ্যমে তাঁদের দক্ষ করে তুলতে সরকার বিহার যুব কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে। মন্ত্রিসভার তরফে এই প্রকল্পের অনুমোদনও দেওয়া হয়েছে।’ মুখ্যমন্ত্রীর তরফে জানানো হয়েছে, এই কমিশনে একজন চেয়ারপার্সন ও ৭ জন সদস্য থাকবেন। যাঁদের বয়স হবে ৪৫-এর কম। রাজ্যের বেসরকারি খাতে স্থানীয়দের অগ্রাধিকারের বিষয়টি নজরে রাখবে এই কমিশন। একইসঙ্গে রাজ্যের বাইরে বিহারের ছাত্র এবং শ্রমিকদের স্বার্থ রক্ষা করবে।
উল্লেখ্য, চলতি বছরেই বিহারে বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই তার প্রস্তুতি শুরু করে দিয়েছে সমস্ত রাজনৈতিক দলগুলি। এবারের নির্বাচনে কংগ্রেস, আরজেডির পাশাপাশি নীতীশের কাছে বড় চ্যালেঞ্জ প্রশান্ত কিশোরের দল জনসূরজও। রাজনৈতিক মহলের দাবি, গত কয়েক বছরে দফায় দফায় পালটির জেরে নীতীশের ভাবমূর্তি কিছুটা হলেও ক্ষুন্ন। পাশাপাশি আইনশৃঙ্খলার অবনতি ইস্যুকে হাতিয়ার করে নীতীশ সরকারের বিরুদ্ধে খড়গহস্ত হয়েছে বিরোধী শিবির। এই অবস্থায় ভোট বৈতরণী পার করতে অতীতের মতোই মহিলা ভোটকে হাতিয়ার করে মাঠে নামলেন নীতীশ কুমার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.