সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঐতিহাসিক সিদ্ধান্তে কাশ্মীরে ৩৭০ ধারা তুলে দিল কেন্দ্র সরকার৷ একইসঙ্গে জম্মু-কাশ্মীর থেকে ভেঙে আলাদা করে দেওয়া হল লাদাখকে। দু’টি আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে জম্মু-কাশ্মীর ও লাদাখ। দু’টি জায়গাতেই দু’জন লেফটেন্যান্ট গভর্নর নিয়োগ করা হবে। উপত্যকার ‘পুনর্বিন্যাস’-এ রচিত হল নতুন ইতিহাস৷
সোমবার, সংসদ শুরু হতেই রাজ্যসভায় সংবিধানের ৩৭০ ধারা তুলে দেওয়ার কথা ঘোষণা করেন অমিত শাহ। সঙ্গে সঙ্গেই তুমুল হইহট্টগোল জুড়ে দেন বিরোধীরা। ৩৭০ ধারা তুলে নেওয়ার এই সিদ্ধান্তে রাজনৈতিক মহলে চলছে জোর আলোচনা৷ বিজেপির এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন বিজেপি বরিষ্ঠ নেতা লালকৃষ্ণ আডবাণী৷ তিনি বলেন, ‘‘বর্তমান সরকারে ৩৭০ ধারা তুলে নেওয়ার সিদ্ধান্তে আমি খুশি৷ সম্প্রীতি রক্ষায় এটি সবচেয়ে বড় পদক্ষেপ বলেই আমি মনে করি৷ জম্মু-কাশ্মীরে শান্তি প্রতিষ্ঠিত হোক৷’’
এই সিদ্ধান্তকে সাহসী ও ঐতিহাসিক বলেই আখ্যা দিয়েছেন সুষমা স্বরাজ৷
बहुत साहसिक और ऐतिहासिक निर्णय. श्रेष्ठ भारत – एक भारत का अभिनन्दन.
— Sushma Swaraj (@SushmaSwaraj)
A bold and historic decision. We salute our Great India – one India.
কেন্দ্রের সিদ্ধান্তকে সমর্থন করে অরুণ জেটলি টুইটে লেখেন, ‘‘ঐতিহাসিক ভুল সংশোধন করা হল৷’’
The government’s decision in relation to Article 370 is a monumental decision towards National integration.
— Arun Jaitley (@arunjaitley)
ঐতিহাসিক ভুল শোধরাল মোদি সরকার, কেন্দ্রের সিদ্ধান্তের ভূয়সী প্রশংসা করে একথাই লিখলেন বিজেপি সাংসদ রাজ্যবর্ধন সিং রাঠোর৷
संविधान के अनुच्छेद 370(3) के अंतर्गत जिस दिन से राष्ट्रपति द्वारा इस सरकारी गैजेट को स्वीकार किया जाएगा, उस दिन से अनुच्छेद 370 (1) के अलावा अनुच्छेद 370 के कोई भी खंड लागू नहीं होंगे: गृह मंत्री श्री
— BJP (@BJP4India)
কেন্দ্রের সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে শিবসেনা৷ বাল ঠাকরে ও বাজপেয়ীর স্বপ্নপূরণ হল বলেই দাবি দলীয় নেতৃত্বের৷ শিবসেনার তরফে রাস্তায় রাস্তায় লাড্ডু বিলিও করা হয়৷
Mumbai: Shiv Sena workers distribute sweets after resolution revoking Article 370 from J&K was moved by Union Home Minister Amit Shah in Rajya Sabha today.
— ANI (@ANI)
সব কিছুতে বিরোধিতা করলেও, ৩৭০ ধারা তুলে নেওয়ার সিদ্ধান্তকে সমর্থন করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল৷ টুইট করে তিনি জানান, আশা করছি কাশ্মীরে শান্তি ফিরবে৷
We support the govt on its decisions on J & K. We hope this will bring peace and development in the state.
— Arvind Kejriwal (@ArvindKejriwal)
তবে কেন্দ্রের সিদ্ধান্তের সমালোচনাও করেছেন অনেকেই৷ ওয়াইএসআর কংগ্রেস এই সিদ্ধান্ত সমর্থন করেছেন৷ দলীয় সাংসদ বিজয়সাই রেড্ডি বলেন, ‘‘কীভাবে রাজ্যের দু’জন মুখ্যমন্ত্রী হতে পারেন?’’
দেশের ইতিহাসে কালো দিন, এর মাধ্যমে দেশের অখণ্ডতা বিনষ্ট হওয়ার সূচনা হল বলেই বিরোধিতা করেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম৷
Before the day is over we will know if there will be a major crisis in J&K. Keeping my fingers crossed.
— P. Chidambaram (@PChidambaram_IN)
৩৭০ ধারা বিলোপের প্রতিবাদে সংসদে ওয়াকআউট করে জেডিইউ৷ জয়প্রকাশ নারায়ণ ও রামমনোহর লোহিয়ার ঐতিহ্য বহন করছেন নীতীশ কুমার, ৩৭০ ধারা বাতিল সমর্থন করে না জেডিইউ, এমনই দাবি কেসি ত্যাগীর৷
আগাগোড়াই কেন্দ্রের সিদ্ধান্তের বিরুদ্ধে সুর চড়িয়েছেন ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা৷ তিনি বলেন,‘‘জম্মু-কাশ্মীরের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে৷’’ ভারতের গণতন্ত্রের কালো দিন, বিজেপির বেআইনি ও অসাংবিধানিক সিদ্ধান্ত বলেই তোপ দেগেছেন মেহবুবা মুফতি৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.