Advertisement
Advertisement
MNREGA

রাজ্যে একশো দিনের কাজ কবে চালু, উত্তর এখনও অধরা

একশো দিনের কাজ ও আবাস যোজনায় বাংলার বকেয়া টাকা নিয়ে কেন্দ্র ও রাজ্যের মধ্যে বহু বছর ধরেই টানাপোড়েন চলছে।

No clue on resuming MNREGA project in West Bengal

প্রতীকী ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:July 16, 2025 4:21 pm
  • Updated:July 16, 2025 4:21 pm   

বিশেষ সংবাদদাতা, নয়াদিল্লি: কলকাতা হাই কোর্টের নির্দেশ অনুযায়ী আগামী ১ আগস্ট থেকে বাংলায় একশো দিনের কাজ চালু করা হবে কিনা, সেই প্রশ্নের উত্তর অধরাই রইল। একশো দিনের কাজ ও আবাস যোজনায় বাংলার বকেয়া টাকা নিয়ে কেন্দ্র ও রাজ্যের মধ্যে বহু বছর ধরেই টানাপোড়েন চলছে। তারমধ্যেই কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রকের তরফে এই দুই প্রকল্প-সহ সংশ্লিষ্ট মন্ত্রকের একাধিক প্রকল্পের কাজ নিয়ে রাজধানী দিল্লিতে পর্যালোচনা বৈঠক চলছে। রাজ্যের তরফে বৈঠকে উপস্থিত রয়েছেন গ্রামোন্নয়ন দপ্তরের সচিব পি উলগানাথন। 

Advertisement

জানা গিয়েছে, সোমবার প্রথমদিনের বৈঠকে রাজ্যস্তরের সচিবদের বলার সুযোগ ছিল না। মঙ্গলবার দ্বিতীয় দিনে দেশের বহু রাজ্যের সচিবরা বক্তব্য রাখার সুযোগ পেলেও বাংলা একেবারে শেষের দিকে থাকায় উলগানাথন বক্তব্য রাখার সুযোগ পাননি। বৈঠকের শেষদিনে তিনি কেন্দ্রীয় মন্ত্রীর সামনে নিজের বক্তব্য তুলে ধরতে পারেন। তবে, কেন্দ্র বাংলায় একশো দিনের কাজ চালু করার বিষয়ে কোনও নিশ্চিত উত্তর দিতে পারে কিনা, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

মন্ত্রক সূত্রের খবর, এ বিষয়ে এখনও পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারেনি কেন্দ্র সরকার। হাই কোর্টের রায় মেনে একশো দিনের কাজের প্রকল্পের রাশ নিজেদের হাতে রেখে কাজ চালু করা হবে নাকি তারা আইনি পথে হাঁটবে, তা নিয়ে দোলাচলে রয়েছে কেন্দ্র। রাজ্যের টাকা আটকে থাকার বিষয়টি যে শুধুমাত্র মন্ত্রক সংক্রান্ত বা আইনি জটিলতা নয়, এর পিছনে রাজনৈতিক কারণও রয়েছে, সে কথা বলার অপেক্ষা রাখে না। গ্রামোন্নয়ন মন্ত্রকের মন্ত্রী শিবরাজ সিং চৌহান সিদ্ধান্ত নেওয়ার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনা করেই তা চূড়ান্ত করবেন বলে মন্ত্রক সূত্রে জানা গিয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রকের সচিব শৈলেশ কুমারকে বাংলার কাজ চালু করা বা বকেয়া মেটানো নিয়ে একাধিকবার প্রশ্ন করা হলেও তিনি কোনও উত্তর দেননি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ