Advertisement
Advertisement
Himanta Biswa Sarma

শুধু মুসলিম অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে নয়, মামলা অমুসলিমদের বিরুদ্ধেও! বিভ্রান্তি উড়িয়ে জানালেন হিমন্ত

সম্প্রতি বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে অনুপ্রবেশকারীদের ধরপাকড় শুরু হয়েছে।

No Decision to drop foreigners tribunal cases against Non-Muslims, says Himanta Biswa Sarma
Published by: Subhajit Mandal
  • Posted:August 8, 2025 11:54 am
  • Updated:August 8, 2025 11:54 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেআইনি অনুপ্রবেশের অভিযোগে ধরা পড়লে মামলা হবে অমুসলিম অনুপ্রবেশকারীদের বিরুদ্ধেও। যাবতীয় বিভ্রান্তি উড়িয়ে স্পষ্ট করে দিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তিনি বুঝিয়ে দিলেন, সংশোধিত নাগরিকত্ব আইনের আওতায় ভারতে অমুসলিম শরণার্থীরা সুরক্ষা পান। কিন্তু ওই আইনে যারা সুরক্ষা পাচ্ছেন না তাঁদের বিরুদ্ধে নিয়ম অনুযায়ীই মামলা দায়ের হবে।

Advertisement

সম্প্রতি বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে অনুপ্রবেশকারীদের ধরপাকড় শুরু হয়েছে। মূলত বাংলাদেশি অনুপ্রবেশকারীদের টার্গেট করা হচ্ছে। অসমে এই ধরপাকড় অন্যান্য রাজ্যের তুলনায় বেশি। কেউ অনুপ্রবেশকারী সন্দেহে ধরা পড়লেই সেই ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হচ্ছে ফরেনার্স ট্রাইব্যুনালে। অসমে ধৃত কেউ বিদেশি কি না, সে বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নেয় এই ফরেনার্স ট্রাইব্যুনাল।

সম্প্রতি সংবাদসংস্থা পিটিআই জানায়, ধরপাকড়ের সময় কোনও অমুসলিম বিদেশি ধরা পড়লে তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের না করার সিদ্ধান্ত নিয়েছে অসম সরকার। শুধু মুসলিম অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে মামলা দায়ের হবে। এমনকী পিটিআই একটি সরকারি নির্দেশিকার নথিও প্রকাশ করে। যা রাজ্যজুড়ে বিভ্রান্তি ছড়ায়। আজসু-সহ বিভিন্ন স্থানীয় সংগঠন বিজেপি সরকারকে কাঠগড়ায় তোলা শুরু করে। বিজেপি সরকার অসম অ্যাকর্ড মানছে না, এই অভিযোগে শুক্রবার রাজ্যে বনধও ডেকে দেয় অল অসম স্টুডেন্ট ইউনিয়ন।

এই পরিস্থিতিতে খানিক চাপে পড়েই সাফাই দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। হিমন্ত বললেন, “রাজ্য সরকার এই ধরনের কোনও সিদ্ধান্ত নেয়নি। সিএএ-তে ইতিমধ্যে যা রয়েছে, তার বাইরে রাজ্য সরকার কোনও নির্দেশিকা জারি করেনি। যদি মন্ত্রিসভায় এই ধরনের সিদ্ধান্ত হয়, তাহলে সেটা জানানো হবে।” হিমন্ত বলেন, সিএএ-র অধীনে যে সব বিদেশি ধর্মীয় নিপিড়নের শিকার হয়ে ২০১৪ সালের আগে ভারতে এসেছেন তাঁরা এমনিতেই সুরক্ষা পান। এজন্য আর আলাদা করে আইনের প্রয়োজন পড়বে না। ওয়াকিবহাল মহল মনে করছে, হিমন্ত আসলে কৌশলে বুঝিয়ে দিয়েছেন ২০১৪ সালের পরে যে অমুসলিমরা ভারতে এসেছেন তাঁরাও মামলার আওতায় পড়বেন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ