ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইস্তফা দেওয়ার পর একমাস পার। কার্যত নিখোঁজ প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়। ইস্তফার পর জনসমক্ষে দেখাই যায়নি তাঁকে। এমনকী আইনজীবী কপিল সিব্বল দাবি করেছেন, ধনকড় নাকি ‘নিখোঁজ’। তাৎপর্যপূর্ণভাবে এখনও পর্যন্ত কোনও অবসরকালীন সুবিধার জন্যও আবেদন করেননি তিনি। যার ফলে খানিক সংশয়ে কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রক।
নিয়ম অনুযায়ী, দু’বছরের বেশি সময় দায়িত্ব সামলানোর পর যদি উপরাষ্ট্রপতি ইস্তফা দেন তাহলে তাঁকে অবসরপ্রাপ্ত উপরাষ্ট্রপতিদের মতোই সুযোগসুবিধা দেওয়া হয়। মাসিক ২ লক্ষ টাকার বেশি পেনশন পাবেন ধনকড়। কেবল পেনশন নয়, আরও একগুচ্ছ সুযোগসুবিধা পাবেন সদ্য ইস্তফা দেওয়া ধনকড়। টাইপ এইট বাংলো, বিনামূল্যে আকাশপথে এবং রেলপথে যাতায়াতের ব্যবস্থা, নিখরচায় চিকিৎসা, ব্যক্তিগত চিকিৎসকও পাবেন। এছাড়াও দু’জন ব্যক্তিগত সচিব থাকবেন প্রাক্তন উপরাষ্ট্রপতির জন্য। তাঁর স্ত্রীর জন্যও থাকবে একজন ব্যক্তিগত সচিব। এছাড়াও প্রাক্তন উপরাষ্ট্রপতি যে সরকারি বাংলোতে থাকবেন সেখানকার ইলেকট্রিক এবং জলের বিলও মেটানো হবে সরকারের তরফে। কিছু আসবাবপত্র এবং দু’টি মোবাইল ফোনও সরকারের তরফে পাবেন ধনকড়।
সমস্যা হল, অবসর নেওয়ার একমাস পরও কোনও কিছুর জন্যই আবেদন করেননি ধনকড়। এদিকে ধনকড়ের জন্য লুটিয়েন্স দিল্লিতে টাইপ-এইট একটি বাংলো ধনকড়ের জন্য ফাঁকাও রাখা হয়েছে। সমস্যাটা হল, ওই বাংলো আদৌ প্রাক্তন উপরাষ্ট্রপতির পছন্দ কিনা সেটা জানা দরকার। যদি ধনকড়ের ওই বাড়িটি পছন্দ না হয়, তাহলে নতুন বাড়ি খুঁজতে হবে। আবার যদি দিল্লিতে বাড়ি বা বাংলো তিনি নাও নিতে চান, সেক্ষেত্রে তাঁর নিজের শহরে দু’একর জমি দিতে হবে। তাছাড়া অন্যান্য সুবিধা তিনি নেবেন কিনা, সেটাও জানা দরকার। আসলে ইস্তফার পর থেকে ধনকড়ের আড়ালে থাকাটা কিছুটা হলেও অস্বস্তিতে ফেলছে সরকার।
শোনা গিয়েছিল, ধনকড়ের ইস্তফার অন্যতম কারণ নাকি তাঁর ‘বেমক্কা’ চাহিদা। তিনি নাকি সরকারের কাছে বিলাসবহুল বাড়ি, বুলেটপ্রুফ গাড়ি-সহ একাধিক বাড়তি সুবিধা চেয়েছিলেন। যা দিতে রাজি হয়নি কেন্দ্র। কিন্তু অবসরের পর ন্যূনতম সরকারি সুবিধার জন্যও আবেদন করলেন না প্রাক্তন উপরাষ্ট্রপতি। তাহলে কি তিনি বুঝিয়ে দিতে চাইছেন যে, কোনওরকম বিলাসবহুল জিনিসের চাহিদা তাঁর ছিল না?
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.