সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পহেলগাঁও হামলার ঠিক একমাস পর পাক সীমান্ত লাগোয়া রাজ্য রাজস্থানে দাঁড়িয়ে হুঙ্কার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। বৃহস্পতিবার রাজস্থানের বিকানের থেকে দেশের ১০৩ টি অমৃত ভারত স্টেশনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সেখানের জনসভা থেকে পহলেগাঁও হামলার নিন্দার পাশাপাশি অপারেশন সিঁদুরের সাফল্যের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী (PM Narendra Modi)।
মোদি বলেন, “আমার শরীরে এখন রক্ত নয়, গরম সিঁদুর বইছে। অপারেশন সিঁদুর কোনও প্রতিশোধ নয়। এটা সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে ন্যায়ের লড়াই।” মোদি আরও জানান, ২২ এপ্রিলের জবাব ২২ মিনিটে দিয়েছে ভারত। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে থাকা ৯ টি জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা।
পহেলগাঁও হামলার পর ভারতীয় সেনার অপারেশন সিঁদুরের সাফল্যের কথা বলতে গিয়ে মোদি (PM Narendra Modi) বলেন, “যারা ভারতের মা, বোনেদের সিঁদুর মুছে দেওয়ার চেষ্টা করেছিল, তাদের মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে। ২২ এপ্রিলের জবাব ২২ মিনিটে দিয়েছি।” সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেওয়া পাকিস্তানকে মোদির হুঁশিয়ারি, “সামনাসামনি লড়াই হলে পাকিস্তান কোনওদিন ভারতের সামনে দাঁড়াতে পারবে না।”
| | Rajasthan | Addressing a public rally in Deshnoke, Bikaner, PM Modi says, “… Modi ka dimaag thanda hai lekin lahu garam hota hai. Modi ki nasson mein, lahu nahin, garam sindoor beh raha hai…”
“Pakistan can never win in a direct fight with India.…
— ANI (@ANI)
উল্লেখ্য, রাজস্থানের বিকানের থেকে দেশের ১০৩ টি অমৃত ভারত স্টেশনের ভারচুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। যার মধ্যে রয়েছে বাংলার ৩ টি স্টেশনও। সেখানের জনসভা থেকেই দেশের ক্রমবর্ধমান অগ্রগতির কথা তুলে ধরেন মোদি। তাঁর বক্তব্যের মধ্যেই উঠে আসে পহেলগাঁওয়ে জঙ্গি হামলা ও তার প্রত্যাঘাতে অপারেশন সিঁদুরের প্রসঙ্গও। ভারতীয় সেনার পরাক্রমের কথা বলতে গিয়ে মোদি বলেন, “আমার মাথা ঠান্ডা থাকে ঠিকই, কিন্তু রক্ত সিঁদুরের মতোই গরম থাকে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.