সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খিদে সকলের পায়। ইজরায়েলি হোন বা প্যালেস্তিনীয়। যদিও মধ্যপ্রাচ্যের ধুন্ধুমার যুদ্ধে পেট লাথি পড়েছে প্যালেস্তিনীয় শ্রমিকদের। গত ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পরেই ইজরায়েলি ভূখণ্ড থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে ৯০ হাজার প্যালেস্তিনীয় শ্রমিকদের। এতেই কপাল খুলল হরিয়ানার (Haryana) ১০ হাজার শ্রমিকের। যুদ্ধের জেরে শ্রমিক সঙ্কটে পড়া ইজরায়েলে (Israel) এবার দক্ষ শ্রমিক পাঠাবে ভারতের এই রাজ্য। লাভ হবে ইজরায়েল-ভারত উভয় রাষ্ট্রের।
ইতিমধ্যে ইজরায়েলে শ্রমিক নিয়োগের বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে হরিয়ানার রাজ্য পাবলিক সেক্টর সংস্থা। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১০ হাজার দক্ষ শ্রমিক নিয়োগ হবে। ওই কর্মীদের ইজরায়েলে পাঠানো হবে। মিলবে মোটা বেতন। হরিয়ানা কৌশল রোজগার নিগম জানিয়েছে, কর্মীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে দশম শ্রেণি পাশ। বেতন মাসে ৬,১০০ ইজরায়েলি মুদ্রা। ভারতীয় মুদ্রায় এক লক্ষ ৩৪ হাজার টাকা। বয়স হতে হবে ২৫ থেকে ৫৪ বছরের মধ্যে। অন্তত তিন বছরের নির্মাণকাজের অভিজ্ঞতা থাকতে হবে।
আগেই ভারত থেকে শ্রমিক নেওয়ার কথা জানিয়েছিল ইজরায়েল। অন্যদিকে বেকার সমস্যায় জেরবার হরিয়ানা। যা নিয়ে বিরোধীদের সমালোচনার মুখ পড়ছে গেরুয়া সরকার। এই অবস্থায় ইজরায়েলে ১০ হাজার কর্মী পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইজরায়েল সরকার জানিয়েছে, নিজেদের দেশে ধাপে ধাপে এক লক্ষ ভারতীয় কর্মী নিয়োগ করতে চায় তারা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.