সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত-পাক সংঘর্ষের জেরে বন্ধ ছিল, বুধবার চালু হল জম্মু ও কাশ্মীরের অন্যতম হিন্দু তীর্থ বৈষ্ণদেবীর হেলিকপ্টার পরিষেবা। সংঘর্ষবিরতির পর দেশের সীমান্তবর্তী রাজ্যগুলি ক্রমশ স্বাভাবিক হচ্ছে। গতকালই উত্তরপশ্চিম ভারতের ৩২টি বিমানবন্দরের ‘তালা’ খুলেছে। এরপরেই চালু হল বৈষ্ণদেবী কপ্টার পরিষেবাও।
– Heli services resumed at Vaishno Devi Shrine following Ceasefire between and ; number of devotees visiting the holy shrine has seen a steady increase.
Video credit:— Akashvani News Jammu (@radionews_jammu)
বুধবার বৈষ্ণদেবী তীর্থস্থান ট্রাস্ট বোর্ডের তরফে জানানো হয়েছে, “সাত দিন বন্ধ থাকার পর আজ সকালে মাতা বৈষ্ণো দেবীর মন্দিরে হেলিকপ্টার পরিষেবা পুনরায় চালু হয়েছে।” ভারত-পাক উত্তেজেনার আবহে চলতি মাসের শুরু থেকে দেশের অন্যতম তীর্থক্ষেত্রে উল্লেখযোগ্য হারে হ্রাস পায় পুণ্যার্থীর সংখ্যা। এরপর গত কয়েক দিনে ভক্ত সমাগম একপ্রকার বন্ধ হয়ে যায়। বুধবার কপ্টার পরিষেবা যেমন চালু হল, তেমনই অসুস্থ এবং প্রবীণদের জন্য ব্যাটারির গাড়ি পরিষেবাও চালু হয়েছে।
ট্রাস্টি বোর্ডের তথ্য অনুযায়ী, গত বছর ৯৪ লক্ষ ৮৪ হাজার ভক্তের সমাগম হয়েছিল বৈষ্ণদেবীতে। অন্যদিকে চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে ৩০ লক্ষ তীর্থযাত্রী মাতা বৈষ্ণদেবী দর্শন করেছেন। বুধবার দেবীর দর্শন করেছেন দিল্লি থেকে আসা শুভম কুমার। তিনি বলেন, “হেলিকপ্টার পরিষেবা পুনরায় চালু হওয়া এবং মন্দির বোর্ডের ব্যবস্থাপনায় আমরা খুশি।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.