সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংসদে অপরেশন সিঁদুর নিয়ে আলোচনা শুরু হয়েছে সোমবার। আর মঙ্গলবারই পাকিস্তানের ঘুম ছোটার মতো অস্ত্র পরীক্ষা করল ভারত। এদিন ওড়িশার চাঁদিপুর উপকূলের ‘ডক্টর এপিজে আব্দুল কালাম দ্বীপ’ থেকে সফল পরীক্ষা হল দেশীয় প্রযুক্তিতে তৈরি ট্যাকটিকাল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রলয়ের।
ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (DRDO) জানিয়েছে, সোম ও মঙ্গল দু’দিন পর পর সর্বোচ্চ এবং সর্বনিম্ন, দু’টি পাল্লাতেই লক্ষ্যভেদের সফল হয়েছে সেনা। কতখানি শক্তিশালী প্রলয় ‘প্রলয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’? ডিআরডিও সূত্রে জানা গিয়েছে, এই ট্যাকটিকাল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ১৫০ থেকে ৫০০ কিলোমিটার পর্যন্ত দূরের লক্ষ্যে আঘাত করতে পারে। ‘ভূমি থেকে ভূমি’ ক্ষেপণাস্ত্রগুলি উড়ন্ত অবস্থায় অভিমুখও বদলাতেও সক্ষম।
প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, প্রলয়ে থাকে ৩৫০ থেকে ৭০০ এবং ৫০০ থেকে হাজার কেজির উচ্চ শক্তির বিস্ফোরক। শত্রুপক্ষের ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রকে এড়িয়ে নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানতে পারে ভয়ানক এই অস্ত্র। ২০২২ সালে ভারতীয় সেনার অস্ত্রাগারে প্রথম শামিল হয়েছিল প্রলয়। তার পর থেকে সেটিকে আরও উন্নত করার কাজ করে চলেছে ডিআরডিও। দেশের সুরক্ষায় ২০২২ সালে পূর্ব লাদাখে মোতায়েন করা হয়েছে প্রলয়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.