Advertisement
Advertisement
Indian Navy

জলপথে শক্তি বাড়াল ভারত, নৌবাহিনীতে যোগ দিল হিমগিরি ও নীলগিরি যুদ্ধজাহাজ

দেশীয় প্রযুক্তিতে তৈরি দু'টি যুদ্ধজাহাজ।

Now Indian Navy Commissions 2 Nilgiri-Class Frigates In Big Boost To Naval Power
Published by: Kishore Ghosh
  • Posted:August 26, 2025 7:24 pm
  • Updated:August 26, 2025 7:24 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরও শক্তিশালী ভারতীয় নৌসেনা। মঙ্গলবার নতুন দু’টি জাহাজ যুক্ত হল বাহিনীতে। এদিন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং নৌবাহিনীর শীর্ষ অধিকর্তাদের উপস্থিতিতে এই আইএনএস হিমগিরি এবং আইএনএস নীলগিরি নামের দু’টি জাহাজকে কমিশন দেওয়া হল।

Advertisement

আইএনএস হিমগিরি এবং আইএনএস নীলগিরি আত্মনির্ভর ভারতের প্রতীক। দু’টি জাহাজের ৭৫ শতাংশেরও বেশি দেশীয় সামগ্রীতে তৈরি হয়েছে বলে জানা গিয়েছে। প্রজেক্ট ১৭ আলফার অধীনে নির্মাণ করা হয়েছে দু’টি যুদ্ধজাহাজকে। নৌসেনা মনে করে, প্রতিরক্ষা শিল্পে অগ্রগতির একটি বড় দৃষ্টান্ত আইএনএস হিমগিরি এবং আইএনএস নীলগিরির সফল নির্মাণ। ডুয়াল কমিশনিং ভারতের জাহাজ নির্মাণের ক্ষমতা ও প্রধান প্রতিরক্ষা শিপইয়ার্ডগুলোর মধ্যে সহযোগিতার উদাহরণ।

ভারতের দু’টি প্রধান জাহাজ নির্মাণ সংস্থার তৈরি দু’টি জাহাজের একই দিনে বাহিনীতে যুক্ত হওয়ার ঘটনা বিরল। উল্লেখ্য, আইএনএস হিমগিরি তৈরি করেছে কলকাতার গার্ডেনরিচ জাহাজ নির্মাণ সংস্থা। অন্যদিকে আইএনএস নীলগিরি তৈরি করেছে মুম্বইয়ের মাজাগান বন্দর জাহাজ নির্মাণ সংস্থা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ