Advertisement
Advertisement
Uttar Pradesh

বোরখা পরা মহিলার স্তন খামচে ধরেছিল যুবক, যোগীর ‘এনকাউন্টার’ দাওয়াইয়ে হাসপাতালে

নির্জন রাস্তায় বোরখা পরা মহিলার স্তন খামচে ধরে যুবক!

Now Uttar Pradesh man who assaults burqa clad woman encounter by Police
Published by: Kishore Ghosh
  • Posted:August 5, 2025 10:31 am
  • Updated:August 5, 2025 2:12 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহিলাকে যৌন হেনস্তায় অভিযুক্তকে যোগীর ‘এনকাউন্টার’ দাওয়াই! সোমবার উত্তরপ্রদেশের মোরাদাবাদে বোরখা পরা এক মহিলার স্তন খামচে ধরার অভিযোগ উঠেছিল এক যুবকের বিরুদ্ধে। তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেপ্তার করতে যায় পুলিশ। সেই সময় পালানোর চেষ্টা করলে যুবকের পায়ে গুলি করা হয়। পুলিশই আহত যুবককে হাসপাতালে ভর্তি করে। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, হাসপাতালের শয্যায় নিজের কাজের জন্য ক্ষমা চাইছে ওই যুবক।

Advertisement

গতকাল ঘটনাটি ঘটেছে মোরাদাবাদের গোল কুঠিওয়ালিতে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, বোরখা পরা তরুণী একা হেঁটে আসছেন রাস্তা দিয়ে। আচমকাই তাঁর পিছনে দেখা যায় যুবকটিকে। সে চুপচাপ হেঁটে আসে। তারপরই ঝাঁপিয়ে পড়ে মহিলার স্তন খামচে ধরে। মহিলা আপ্রাণ চেষ্টা করতে থাকেন নিজেকে তার কবল থেকে মুক্ত করার। এক সময় মহিলাকে ছেড়ে দৌড়ে পালায় অভিযুক্ত। তদন্তে নেমে ভিডিও খতিয়ে দেখে অভিযুক্ত আদিল সইফিকে শনাক্ত করে পুলিশ। এরপরই যোগীর ‘এনকাউন্টার’ দাওয়াই।

‘এনকাউন্টারে’ পায়ে গুলি লাগে আদিলের। মঙ্গলবার সকালে ভাইরাল হয়েছে একটি ভিডিও। যেখানে দেখা গিয়েছে, হাসপাতালের শয্যায় আদিল। পাশে দাঁড়িয়ে দুই পুলিশকর্তা। শুয়ে যন্ত্রণায় কাতরাতে কাতরাতে নিজের কাজের জন্য ক্ষমা চাইছে অভিযুক্ত।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement