Advertisement
Advertisement
Uttarakhand

যাবজ্জীবন কারাদণ্ড থেকে মোটা অঙ্কের জরিমানা, উত্তরাখণ্ডে আরও কঠোর ধর্মান্তরণ আইন

সংশোধিত আইনে অনুমোদন বিজেপি শাসিত উত্তরাখণ্ডের মন্ত্রিসভার।

Now Uttarakhand Okays Revisions In Stricter Anti-Conversion Law
Published by: Kishore Ghosh
  • Posted:August 14, 2025 10:18 am
  • Updated:August 14, 2025 10:18 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিজেপি শাসিত উত্তরাখণ্ডে ধর্মান্তরণ আইন আরও কঠোর হল। বুধবার সংশোধিত আইন বিষয়ক নতুন বিলে অনুমোদন দিয়েছে পুষ্কর সিং ধামির মন্ত্রিসভা। নয়া বিলে যাবজ্জীবন কারাদণ্ড এবং মোটা অঙ্কের জরিমানার মতো কঠোর বিধান যুক্ত করা হয়েছে। সরকারি সূত্র জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির সভাপতিত্বে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ‘উত্তরাখণ্ড ধর্ম স্বাধীনতা (সংশোধন) বিল-২০২৫’ অনুমোদিত হয়েছে।

Advertisement

নতুন বিলে ‘অবৈধ ধর্মান্তরে’র জন্য কঠোর শাস্তির পাশাপাশি ডিজিটাল মাধ্যমে ধর্মান্তর বিষয়ক প্রচার নিষিদ্ধকরণে জোর দেওয়া হয়েছে। এছাড়াও ভুক্তভোগীদের সুরক্ষার দিকটিও সংশোধিত আইনে যুক্ত করা হয়েছে। নতুন বিলে ধর্মন্তরণের জন্য প্রলোভনের সংজ্ঞা সম্প্রসারিত হয়েছে। যদি নগদ/সামগ্রী উপহার, কর্মসংস্থান, বিনামূল্যে শিক্ষা, বিয়ের প্রতিশ্রুতির বিনিময়ে ধর্মান্তকরণ হয়, তবে তা অবৈধ ধরা হবে। ধর্মান্তরণের জন্য ধর্মীয় বিশ্বাসে আঘাত করা, অন্য ধর্মকে মহিমান্বিত করাও অপরাধ হিসেবে গণ্য হবে।

নয়া আইনে সোশাল মিডিয়া, মেসেজিং অ্যাপ বা অন্য কোনও অনলাইন মাধ্যমে ধর্মান্তরণের প্রচার বা উসকানি দেওয়াও শাস্তিযোগ্য অপরাধ। ‘উত্তরাখণ্ড ধর্ম স্বাধীনতা (সংশোধন) বিল-২০২৫’ অনুয়ায়ী ধর্মান্তরণের প্রাথমিক সাজা ৩-১০ বছর কারাদণ্ড। সংবেদনশীল মামলার ক্ষেত্রে তা ৫-১৪ বছর অবধি জেল হতে পারে। গুরুতর ক্ষেত্রে ২০ বছর যাবজ্জীবন কারাদণ্ডের সাজা এবং মোটা টাকা জরিমানা হবে দোষির।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement