Advertisement
Advertisement

Breaking News

NEET exam

NEET-UG আয়োজনের দায়িত্বে নয় NTA, প্রবেশিকা নিয়ে বিতর্কের মধ্যে কেন্দ্রের সিদ্ধান্ত

ডাক্তারির প্রবেশিকা পরীক্ষায় ব্যাপক কারচুপির অভিযোগ ওঠে সর্বভারতীয় সংস্থাটির বিরুদ্ধে।

NTA will not organize NEET exam from 2025
Published by: Anwesha Adhikary
  • Posted:December 17, 2024 1:13 pm
  • Updated:December 17, 2024 1:19 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী বছর থেকে আর NEET-UG পরীক্ষা আয়োজন করবে না NTA। মঙ্গলবার সংসদে এই কথা জানালেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। আগামী দিনে ডাক্তারি পরীক্ষা কীভাবে হবে, সেই নিয়ে স্বাস্থ্যমন্ত্রকের সঙ্গে আলোচনা চলছে বলে জানান তিনি।

Advertisement

চলতি বছরে বিতর্কের শিরোনামে উঠে এসেছিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি। ডাক্তারির প্রবেশিকা পরীক্ষায় ব্যাপক কারচুপির অভিযোগ ওঠে সর্বভারতীয় সংস্থাটির বিরুদ্ধে। তার পরেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী জানিয়ে দিলেন, এবার থেকে আর কোনও নিয়োগ সংক্রান্ত পরীক্ষা আয়োজন করবে না এনটিএ। কেবলমাত্র উচ্চশিক্ষার জন্য বিভিন্ন এন্ট্রান্স পরীক্ষা নেওয়ার দায়িত্বে থাকবে তারা। ধর্মেন্দ্র আরও বলেন, প্রত্যেক বছর বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য কেন্দ্রীয় একটি পরীক্ষা নেওয়া হবে। সেই সঙ্গে আগামী বছর ঢেলে সাজানো হবে এনটিএ পরিকাঠামো, তৈরি হবে ১০টি নতুন পদ।

আগামী বছরের ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা কীভাবে হবে? সেই নিয়ে এখনও পর্যন্ত কেন্দ্রের তরফে কিছু জানানো হয়নি। তবে ধর্মেন্দ্র বলেন, আগামী দিনে আরও বেশি প্রযুক্তিনির্ভর পরীক্ষা ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে কেন্দ্রের। বিভিন্ন প্রবেশিকা পরীক্ষাতেই কম্পিউটার ব্যবহার করে প্রযুক্তিনির্ভর পদ্ধতি গ্রহণ করা হবে। কিন্তু ২০২৫ সালের ডাক্তারি প্রবেশিকা নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। শিক্ষামন্ত্রী জানান, আপাতত এই নিয়ে আলোচনা চলছে স্বাস্থ্যমন্ত্রকের সঙ্গে। হয় কাগজে লিখে বা কম্পিউটারে অনলাইন পরীক্ষা হতে পারে NEET-এ।

উল্লেখ্য, চলতি বছরে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিয়ে বিরাট দুর্নীতির অভিযোগ ওঠে আয়োজক NTA-এর বিরুদ্ধে। ফল প্রকাশের পরে দেখা যায়, প্রথম স্থান অধিকার করেছেন ৬৭ জন। পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগের পাশাপাশি অনেককে গ্রেস মার্কস দেওয়ারও অভিযোগ তোলেন পরীক্ষার্থীরা। পরে গ্রেস মার্কস দেওয়ার ব্যাপারটি স্বীকার করে নেয় ন্যাশনাল টেস্টিং এজেন্সি। গোটা বিষয়টি গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। বিতর্কের মধ্যেই এনটিএ নিয়ে বড়সড় সিদ্ধান্ত কেন্দ্রের।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement