সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভেলোরে সরকারি হাসপাতালে নবজাতক শিশুর একটি হাতের বুড়ো আঙুল কেটে ফেললেন একজন সিনিয়র নার্স! ওই শিশুর মা-বাবার অভিযোগ, অস্ত্রোপচারের সময়েও ফোনে মগ্ন ছিলেন নার্স। তারই খেসারত দিতে হয়েছে নবজাতক শিশুকে। এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। অভিযুক্ত নার্সের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।
জানা গিয়েছে, ঘটনাটি ২৪ মে-র। ওই দিনই জন্ম নেয় মুল্লিপালায়ারমের বাসিন্দা বিমলরাজ ও নিবেথার সন্তান। দম্পতির অভিযোগ, গ্লুকোজ সুই বদলানোর জন্য শিশুর হাতের টেপ খোলার সময় দুর্ঘটনা ঘটে। কর্তব্যরত সিনিয়র নার্সের অবহেলার ফলেই ভয়ংকর কাণ্ড ঘটে যায়। শিশুর বাবা দাবি করেছেন, অস্ত্রোপচারের সময়েও নার্স মোবাইল ফোন ব্যবহার করছিলেন, কাজে সম্পূর্ণ মনোযোগ দেননি তিনি, এর ফলেই নবজাতকের বুড়ো আঙুল কাটা পড়ে। এই বিষয়ে বিমলরাজ বলেন, “দুর্ঘটনার এক ঘণ্টা পরেও সন্তানকে দেখতে দেয়নি ওরা (হাসপাতাল কর্তৃপক্ষ)। এটা গাফিলতির ঘটনা।”
দুর্ঘটনার পর ভেলোর হাসপাতাল কতৃপক্ষ দ্রুত শিশুটিকে চেন্নাইয়ের স্ট্যানলি সরকার হাসপাতালে স্থানান্তরিত করে অস্ত্রোপচারের জন্য। এদিকে খবর প্রকাশ্যে আসতেই ভেলোরের জেলাশাসক সুব্বালক্ষ্মী ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি জানিয়েছেন, “যদি প্রমাণ মেলে যে নার্স অস্ত্রোপচারের সময় ফোন ব্যবহার করেছিলেন, তবে তাঁকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে।” পনেরো বছরের অভিজ্ঞ ওই নার্সের ঘটনায় অন্তর্তদন্তের নির্দেশ দিয়েছে ভোলোরের সরকারি হাসপাতাল কর্তৃপক্ষ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.