সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভুবনেশ্বরে বাতিল করা হয়েছে মেট্রো প্রকল্প। সমাজমাধ্যমে এমনটাই দাবি করলেন ওড়িশার প্রাক্তন মুখমন্ত্রী নবীন পট্টানায়ক। গেরুয়া শিবিরকে আক্রমণ করে তিনি বলেন, “মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বিজেপি।” প্রসঙ্গত, নবীনের আমলেই এই প্রকল্পটির উদ্বোধন করা হয়েছিল।
বিজেপিকে একহাত নিয়ে তিনি বলেন, ‘ভুবনেশ্বরে মেট্রো নির্মাণের জন্য দিল্লি মেট্রো রেল কর্পোরেশনের সঙ্গে যে চুক্তি হয়েছিল, তা বাতিল করে দিয়েছে মোহন চরণ মাঝির সরকার। ওড়িশাবাসীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে ডবল ইঞ্জিন সরকার। তাদের এই সিদ্ধান্তের ফলে দশ বছর পিছিয়ে গেল ভুবনেশ্বর।’
নবীন তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, ‘ভুবনেশ্বর মেট্রো প্রকল্পের চুক্তি বিজেপি-নেতৃত্বাধীন ওড়িশা সরকার বাতিল করেছে। এটা জানার পর আমি আশ্চর্য হয়ে গিয়েছি। ভুবনেশ্বরকে একটি বিশ্বমানের শহরে রূপান্তরিত করা আমাদের সবসময়ের স্বপ্ন। নিরবচ্ছিন্ন আধুনিক পরিবহন, বিশ্বমানের ক্রীড়া পরিকাঠামো-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদের সরকার জোর দিয়েছিল। কিন্তু ভুবনেশ্বরকে বিশ্বমানের শহরে রূপান্তরিত করার লক্ষ্য বাধাপ্রাপ্ত হল।‘
Shocked to know that Bhubaneswar Metro Rail contracts have been cancelled by BJP led Govt.
It has always been our dream to develop into a world-class city. We have been focusing on world class sports infrastructure, organising marquee international events,…
— Naveen Patnaik (@Naveen_Odisha)
বহুদিন থেকেই ভুবনেশ্বরে যানজটের একটা সমস্যা ছিল। তার হাত থেকে মুক্তি পেতেই তৎকালীন বিজেডি সরকার ভুবনেশ্বরে মেট্রো রেল চালুর সিদ্ধান্ত নেয়। সেই মতো দিল্লি দিল্লি মেট্রো রেল কর্পোরেশনের সঙ্গে করা হয় চুক্তি। ২০২৭ সালের মধ্যে প্রথম পর্যায়ের কাজ সম্পূর্ণ হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই ওড়িশায় সরকার বদল হয়। বিজেডিকে সরিয়ে রাজ্যে ক্ষমতায় আসে বিজেপি। তারপরই এই সিদ্ধান্ত নেওয়া হল।
যদিও মেট্রো প্রকল্প নিয়ে এর আগে মুখ খুলেছিলেন ওড়িশার নগর উন্নয়ন মন্ত্রী কৃষ্ণচন্দ্র মহাপাত্র। তিনি বলেন, “মোহন সরকার ভুবনেশ্বরের জন্য আরও উন্নত মেট্রো প্রকল্পের পরিকল্পনা করছে। আগের বিজেডি সরকার এই প্রকল্পটি নির্মাণে কেন্দ্রের সাহায্য নেয়নি। কিন্তু আমরা চাই কেন্দ্রের সঙ্গে যৌথ উদ্যোগে এটি তৈরি হোক। আমাদের পরিকল্পনা আগের সরকারের মতো নয়। আমরা আরও উন্নত মেট্রো পরিষেবা রাজ্যবাসীকে দিতে চাই। তাই নতুন করে ডিআরপি প্রস্তুত করা হবে এবং কেন্দ্রের কাছে তা অনুমোদনের জন্য পাঠানো হবে।“
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.