Advertisement
Advertisement

Breaking News

Odisha

ওড়িশায় মধ্যযুগীয় বর্বরতা! ‘দাদা’কে বিয়ে করায় নবদম্পতির সঙ্গে পশুর মতো আচরণ, ভাইরাল ভিডিও

ভিডিও ভাইরাল হতেই নড়েচড়ে বসেছে প্রশাসন।

Odisha Couple Tied To Yoke Like Oxen, Made To Plough Field
Published by: Gopi Krishna Samanta
  • Posted:July 11, 2025 9:04 pm
  • Updated:July 11, 2025 9:21 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আধুনিক সমাজে দাঁড়িয়েও মধ্যযুগীয় বর্বরতা! আবার সেই ওড়িশা। প্রেম করে বিয়ে করার অপরাধে যুবক-যুবতীর কাঁধে লাঙল তুলে হাল চাষ করানো হল। এমন ঘটনার ভিডিও ভাইরাল হতেই পদক্ষেপ নিয়েছে প্রশাসন।

Advertisement

জানা গিয়েছে, ওড়িশার রায়গড়া জেলার একটি গ্রামের যুবক-যুবতীর মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি তাঁরা বিয়ে করেন। এই বিয়ের কথা গ্রামবাসী জানতে পারার পরেই ক্ষোভ উগরে দেন। এলাকাবাসীর অভিযোগ, যুবতী যে যুবককে বিয়ে করেছেন তিনি তাঁর দূরসম্পর্কের দাদা হন। গ্রামবাসীদের মতে, ওই যুবক-যুবতী বিয়ে করে ‘অপরাধ’ করেছেন।

গ্রামবাসীরা মিলে এই অপরাধের জন্য ওই নবদম্পতির ‘শাস্তি’ নির্ধারন করেন। এরপরেই দু’জনকে দিয়ে লাঙল টানানো হয়। সম্প্রতি ওই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। (যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)

ভাইরাল ভিডিওয় দেখা গিয়েছে, দুই যুবক-যুবতীকে দিয়ে লাঙল টানানো হচ্ছে। শুধু লাঙল টানানোই নয়, পিছন থেকে লাঠি নিয়ে তাঁদের মারতে দেখা যাচ্ছে। দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই ঘটনা দেখছেন কয়েকজন। তবে এখানেই ক্ষান্ত থাকেননি এলাকাবাসী। লাঙল টানানোর পর নবদম্পতিকে স্থানীয় একটি মন্দিরে নিয়ে গিয়ে শুদ্ধিকরণ করা হয় বলে অভিযোগ।

এই ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই পদক্ষেপ করেছে পুলিশ। জেলা পুলিশ সুপার এস স্বাতী কুমার জানান, ভিডিওটি প্রকাশ্যে আসতেই উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা ওই গ্রামটি পরিদর্শন করে এসেছেন। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। দ্রুত মামলাও দায়ের করা হবে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement