Advertisement
Advertisement
Odisha

ফান্দে পড়িয়া বগা..! ভিজিল্যান্সের হানায় জানালা দিয়ে রাশি রাশি ৫০০-র বান্ডিল ছুড়লেন ইঞ্জিনিয়ার

অভিযুক্তের বাড়ি থেকে উদ্ধার নগদ ২ কোটি নগদ।

Odisha engineer throws cash out of window during raid

অভিযুক্ত ইঞ্জিনিয়র বৈকুণ্ঠনাথ সারেঙ্গি।

Published by: Amit Kumar Das
  • Posted:May 30, 2025 3:52 pm
  • Updated:May 30, 2025 4:51 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জানালা দিয়ে ৫০০ টাকার বান্ডিল ছুড়ছেন সরকারি ইঞ্জিনিয়ার! পথচারিদের বিলিয়ে দেওয়া জন্য নয়, বরং জেলের ঘানি এড়াতে। তবে এত কিছু করেও শেষরক্ষা হল না, ‘ঘুষখোর’ ইঞ্জিনিয়ারের হাতে হাতকড়া পড়ালেন তদন্তকারীরা। অভিযুক্তের বাড়ি থেকে উদ্ধার হল নগদ ২ কোটি টাকা। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে ওড়িশার রাজধানী ভুবনেশ্বরে।

Advertisement

তদন্তকারীদের তরফে জানা গিয়েছে, অভিযুক্ত ওই ইঞ্জিনিয়ারের নাম বৈকুণ্ঠনাথ সারেঙ্গি। তিনি রাজ্যের গ্রামোন্নয়ন বিভাগের চিফ ইঞ্জিনয়ার হিসেবে কর্মরত। দীর্ঘদিন ধরে তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠছিল, কাজের বিনিময়ে বিপুল অঙ্কের ঘুষ নিচ্ছেন তিনি। সেই মতো সারেঙ্গিকে হাতেনাতে ধরতে তাঁর বাড়িতে পৌঁছন রাজ্য ভিজিল্যান্স বিভাগের আধিকারিকরা। পাশাপাশি সারেঙ্গির আরও একাধিক ঠিকানা যেমন, অঙ্গুল, ভুবনেশ্বর, পুরী-সহ ৭ জায়গায় চলে তল্লাশি। এই অভিযানে খবর পেয়ে তড়িঘড়ি ভুবনেশ্বরে নিজের বাড়ির জানলা থেকে টাকার বান্ডিল ফেলতে থাকেন অভিযুক্ত। যদিও তাতে লাভ কিছুই হয়নি।

প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে সেই নোটের বান্ডিলও উদ্ধার করেন আধিকারিকরা। সব মিলিয়ে ভুবনেশ্বরের ফ্ল্যাট থেকে নগদ এক কোটি টাকা ও সারেঙ্গির অঙ্গুলের বাসভবন থেকে ১.১ কোটি টাকা বাজেয়াপ্ত করেন ভিজিল্যান্স টিমের আধিকারিকরা। তদন্তকারীদের তরফে জানানো হয়েছে, সারেঙ্গির হিসাব বহির্ভূত সম্পত্তির হদিশ পেয়ে এই অভিযান শুরু করেছিল ভিজিল্যান্স বিভাগ। ২৬ জন আধিকারিকের একটি দল এই তল্লাশি অভিযান চালান। ৫০০ টাকার নোটের বান্ডিলের পাশাপাশি ২০০, ১০০ ও ৫০ টাকার নোটের বান্ডিল উদ্ধার হয়েছে অভিযুক্তের বাড়ি থেকে। এই টাকার উৎস কী তা জানতে অভিযুক্ত ওই ইঞ্জিনিয়ারকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন তদন্তকারীরা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ