Advertisement
Advertisement
Odisha

ওড়িশায় অপহৃত নাবালিকাকে গণধর্ষণ! পালাতে গিয়ে ফের ট্রাক চালকের যৌন লালসার শিকার

ফের ভয়ংকর ঘটনা বিজেপি শাসিত ওড়িশায়।

Odisha Girl harassed By 3, Flees, Assaulted Again By Truck Driver
Published by: Subhodeep Mullick
  • Posted:July 23, 2025 4:21 pm
  • Updated:July 23, 2025 4:21 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের ভয়ংকর ঘটনা বিজেপি শাসিত ওড়িশায়। নাবালিকাকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ উঠল তিন যুবকের বিরুদ্ধে। শুধু তাই নয়, সেখান থেকে পালানোর সময় ফের এক ট্রাক চালকের যৌন লালসার শিকার হতে হল তাকে। পুলিশ ইতিমধ্যেই চার অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, গত রবিবার রাতে বছর পনেরোর নাবালিকা এক বন্ধুর বাড়ি থেকে ফিরছিলেন। অভিযোগ, পথে তিন যুবক তাকে অপহরণ করে পাশের জঙ্গলে গণধর্ষণ করেন। এরপর কোনও মতে সেখান থেকে পালায় ওই নাবালিকা। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। পালাবার সময় এক ট্রাক চালক ফের তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। সূত্রের খবর, রক্তাক্ত অবস্থায় ওই নাবালিকাকে উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়। আপাতত সে সেখানেই চিকিৎসাধীন। হাসপাতাল সূত্রে খবর, আপাতত তার অবস্থা স্থিতিশীল। নাবালিকা এবং তার পরিবারের অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে পুলিশ। ইতিমধ্যেই চার অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। একের পর এক ধর্ষণের ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে ওড়িশায় নারী নিরাপত্তা।

পুলিশের এক আধিকারিক বিনোদ পাটিল বলেন, “এক বন্ধুর বাড়ি থেকে ফিরছিল ওই নাবালিকা। পথে তিন যুবক তাকে অপহরণ করে জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। কোনও মতে প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালালেও পরে ফের এক ট্রাক চালকের যৌন লালসার শিকার হয় ওই নাবালিকা। অভিযুক্ত চারজনকেই গ্রেপ্তার করা হয়েছে।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ