Advertisement
Advertisement
Odisha

ওড়িশায় অফিসের মধ্যেই সরকারি আধিকারিককে মারধর! ভিডিও পোস্ট করে বিজেপিকে কটাক্ষ নবীনের

এই ঘটনায় এখনও পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Odisha Officer Dragged Out Of His Office 3 Arrested
Published by: Gopi Krishna Samanta
  • Posted:July 1, 2025 9:09 am
  • Updated:July 1, 2025 9:09 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সরকারি দপ্তরেরই হেনস্তার শিকার সরকারি আধিকারিক! অফিস থেকে বের করে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। কিল, চড়, ঘুষি, লাথি বাদ যায়নি কিছুই। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে ওড়িশার ভুবনেশ্বর পুরসভায়। এক্স হ্যান্ডেলে ঘটনার একটি ভিডিও পোস্ট করে প্রশাসনকে নিশানা করেছেন ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ের। এদিকে সরকারি আধিকারিককে মারধরের অভিযোগ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement

জানা গিয়েছে, সোমবার দুপুরে ভুবনেশ্বর পুরসভায় জনসাধারণের অভিযোগ প্রতিকার করার কাজ চলছিল। সেই সময়ই পুরসভার মধ্যে ঢুকে পড়েন জনা পাঁচেক যুবক। এরপরই পুরসভরা অ্যাডিশনাল কমিশনার রত্নাকর সাহুকে হেনস্তা করতে শুরু করেন তাঁরা। ওই সরকারি আধিকারিকের অভিযোগ, প্রথমে তাঁকে বলা হয় তিনি কেন ‘জগ ভাই’(বিজেপি নেতা জগন্নাথ প্রধান)-এর সঙ্গে খারাপ ব্যবহার করেছেন। সেই অভিযোগ অস্বীকার করলে তাঁকে হেনস্তা করতে শুরু করে অভিযুক্তরা। এমনকী মারতে মারতে ওই সরকারি আধিকারিককে একটি গাড়িতে তোলার চেষ্টা করা হয় বলে অভিযোগ।

ইতিমধ্যেই এই ঘটনার একটি ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। নিজের এক্স হ্যান্ডেলে ওই ভিডিওটি পোস্ট করে বিজেপি সরকারকে তোপ দেগেছেন বিজু জনতা দলের (বিজেডি) প্রধান তথা ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। তিনি লিখেছেন, ‘নিজের অফিসেই একজন সিনিয়র সরকারি আধিকারিক হেনস্তার শিকার হচ্ছেন। তাহলে রাজ্যের সাধারণ মানুষের সুরক্ষা কোথায়?’ এই ঘটনায় উপযুক্ত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

এদিকে পুরসভার মধ্যে এমন ঘটনার নিন্দা জানিয়েছেন মেয়র সুলোচনা দাস। সরকারি আধিকারিকের সঙ্গে এমন ব্যবহারের পর সোমবারই প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ