সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওড়িশার এক পুলিশ আধিকারিকের বক্তব্য সম্প্রতি ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, পুলিশকর্মীদের তিনি নির্দেশ দিচ্ছেন, যে বা যাঁরা বাঁশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করবে তাঁরই পা ভেঙে দিতে হবে। শুধু তাই নয় যে পুলিশকর্মী পা ভাঙতে পারবে তাঁকে পুরস্কৃত করবেন বলেও জানাচ্ছেন ভুবনেশেবরের অতিরিক্ত পুলিশ কমিশনার নরসিংহ ভোল।
পুরীর জগন্নাথ মন্দিরে পদপিষ্ট হয়ে তিনজনের মৃত্যুর ঘটনায় ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরন মাঝির বাড়ির সামনে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছিল কংগ্রেস। এরপরেই মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে নিরাপত্তা আরও জোরদার করা হয়। সেখানেই উপস্থিত ছিলেন ওই পুলিশ আধিকারিক। মিছিল আটকানোর জন্য মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে মোতায়েন পুলিশকর্মীদের এমন নির্দেশ দিতে দেখা যায় তাঁকে।
পুলিশ আধিকারিকের এমন নির্দেশের একটি ভিডিও ভাইরাল হয়ে যায়। ওড়িশা যুব কংগ্রেসের তরফে এক্স হ্যান্ডেলে ভিডিওটি পোস্ট করা হয়। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা গিয়েছে, একেবারে শেষ ব্যারিকেডের কাছে পৌঁছে গিয়েছেন ওই পুলিশ আধিকারিক। সেখানেই তাঁকে বলতে শোনা যাচ্ছে, “যদি কেউ ব্যারিকেডের কাছে আসে তাহলে তাঁর পা ভেঙে দেবে। কাউকে ধরবে না। শুধু পা ভেঙে দেবে। আন্দোলনকারীদের ধরার জন্য কিছুটা দূরে আমরা দাঁড়িয়ে রয়েছি। যে পুলিশকর্মী পা ভেঙে ভাঙতে পারবে, সে আমার কাছে এসে পুরষ্কার নিয়ে যেও।”
ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀଙ୍କ ବାସଭବନ ଆଗରେ ମୁତୟନ ସୁରକ୍ଷାକର୍ମୀଙ୍କୁ ଆନ୍ଦୋଳନକାରୀଙ୍କ ଗୋଡ଼ ଭାଙ୍ଗି ଦେବାକୁ ନିର୍ଦ୍ଦେଶ ଦେଉଛନ୍ତି ବରିଷ୍ଠ ପୋଲିସ ଅଧିକାରୀ, କହୁଛନ୍ତି ଗୋଡ଼ ଭାଙ୍ଗ, ମୋ ପାଖରୁ ପୁରସ୍କାର ନିଅ
ଓଡ଼ିଶାର ପୋଲିସ ଲୋକଙ୍କର ନୁହେଁ କେବଳ VVIPଙ୍କ ପାଇଁ ! 👇
— Odisha Youth Congress (@IYCOdisha)
যদিও এই ভিডিও ভাইরাল হওয়ার পরই সুর নরম করেছেন ওই পুলিশ আধিকারিক। তাঁর বক্তব্য, আন্দোলনকারীদের থামানোর জন্য নির্দেশ দেওয়া হয়। এর জন্য সর্বোচ্চ বল প্রয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। পা ভাঙার নির্দেশ দেওয়া হয়নি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.