Advertisement
Advertisement
Odisha

সম্পত্তি হাতাতে সম্পর্ক, সেই বাড়িওয়ালকেই পুড়িয়ে মারার অভিযোগ প্রৌঢ়া ভাড়াটের বিরুদ্ধে

প্রতিবেশীদের সামনে দগ্ধ হরিহরকে বাঁচানোর নাটক করে অভিযুক্ত।

Odisha Woman in relationship with landlord, sets him on fire for property

প্রতীকী ছবি

Published by: Amit Kumar Das
  • Posted:June 2, 2025 7:18 pm
  • Updated:June 2, 2025 7:18 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্পত্তি হাতাতে বাড়ি মালিকের সম্পর্ক, এরপর গায়ে কেরোসিন ঢেলে তাঁকে খুনের অভিযোগ উঠল ৫৭ বছর বয়সি প্রৌঢ়ার বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে ওড়িশার গঞ্জম জেলায়। গোটা ঘটনার তদন্তে নেমে সুদেষ্ণা জেনা নামে অভিযুক্ত ভাড়াটে মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৫ বছর ধরে হরিহর সাহু নামে ৭২ বছর বয়সি এক বৃদ্ধের বাড়িতে ভাড়া ছিলেন সুদেষ্ণা। দুজনের মধ্যে সম্পর্কও তৈরি হয়। তবে শুরু থেকে হরিহরের সম্পত্তি হাতানোর ছক ছিল ওই প্রৌঢ়ার। সেইমতো গত বৃহস্পতিবার সকালে সকালে হরিহরের ঘরে ঘুমন্ত অবস্থায় তাঁর গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেন সুদেষ্ণা। জ্বলন্ত অবস্থায় বৃদ্ধ চিৎকার শুরু করলে প্রতিবেশীরা এসে তাঁকে উদ্ধার করে প্রথমে বেরহামপুর পরে কটকের হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তাঁর।

এই ঘটনার তদন্তে নেমে পুলিশের প্রাথমিক সন্দেহ গিয়ে পড়ে সুদেষ্ণার উপর। যদিও শুরুতে তাঁর দাবি ছিল, অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি ঘরে ঢুকে ওই বৃদ্ধের গায়ে আগুন ধরিয়ে চলে যায়। তবে ঘটনার তদন্তে নেমে বরিষ্ঠ পুলিশ আধিকারিক সারাভানা বিবেক জানান, বেশ কয়েক বছর ধরে সম্পর্কে ছিলেন দুজনে। শুরু থেকেই বৃদ্ধকে হত্যার পরিকল্পনা ছিল সুদেষ্ণার। বৃহস্পতিবার বৃদ্ধের গায়ে আগুন ধরানোর পর বৃদ্ধের মোবাইল ফোন ও কেরোসিনের বোতল আগুনের মধ্যে ফেলে দেয় সে। প্রতিবেশীরা বৃদ্ধের চিৎকার শুনে ঘরে এলে তাঁদের সঙ্গে দগ্ধ হরিহরকে বাঁচানোর নাটক করে, যাতে কোনওভাবেই তাঁর দিকে সন্দেহের তির না আসে।

অভিযুক্তকে হেফাজতে নিয়ে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদে খুনের কথা স্বীকার করেছেন অভিযুক্ত। এমনকী সম্পত্তির লোভেই যে এই খুন তা পুলিশের কাছে স্বীকার করে নিয়েছেন অভিযুক্ত।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ