Advertisement
Advertisement
Air India Plane Crash

আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় কতজনের মৃত্যু? অবশেষে পরিসংখ্যান প্রকাশ করল গুজরাট সরকার

গত ১২ জুন আহমেদাবাদে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনারের ৭৮৭ বিমান।

Official Tally Of Deaths In Air India Plane Crash in Ahmedabad

ফাইল ছবি

Published by: Gopi Krishna Samanta
  • Posted:June 24, 2025 8:03 pm
  • Updated:June 24, 2025 8:16 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত ১২ জুন আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার বিমানটি ভেঙে পড়ার ঘটনায় ২৭৫ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে ১২ জন ক্রু মেম্বার, ২২৯ জন যাত্রী এবং যে জায়গায় বিমানটি ভেঙে পড়ে সেখানকার ৩৪ জন রয়েছেন। মঙ্গলবার সরকারি ভাবে এই তথ্য জানিয়েছে গুজরাট স্বাস্থ্য মন্ত্রক।

একটি হস্টেলের ছাদে বিমানটি ভেঙে পড়ার পর হস্টেলে থাকা পড়ুয়া ও স্থানীয়দের অনেকের মৃত্যুর আশঙ্কা করা হয়েছিল। বিমানটি বিস্ফোরণের ফলে একাধিক দেহ পুড়ে যাওয়ার সেই সংখ্যা নিয়ে সঠিক তথ্য পাওয়া যাচ্ছিল না। এরই মধ্যে মৃতদেহ শনাক্ত করার জন্য DNA টেস্ট করার সিদ্ধান্ত নেওয়া হয়। স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, মোট ২৭৫ জনের মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হওয়া গিয়েছে। তবে এখনও বেশকয়েকটি দেহ শনাক্ত করার জন্য DNA টেস্ট করা হচ্ছে।

উল্লেখ্য, গত ১২ জুন, মেঘানিনগরের বিজে মেডিক্যাল কলেজের ক্যান্টিনের উপর ভেঙে পড়ে এআই ১৭১ বিমানটি। নিহতদের তালিকায় রয়েছেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। প্রাণ বেঁচেছে উড়ানে থাকা মাত্র একজনের। এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার এয়ারবাস উড়ানের জন্য যথেষ্ট নিরাপদ। ২০১১ সাল থেকে যাত্রা শুরুর পর এ যাবৎ এই বিমানটি কোথাও দুর্ঘটনার কবলে পড়েনি। কীভাবে এমন অভিশপ্ত ঘটনাটি ঘটল, তা এখনও স্পষ্ট নয়। বিমানের দু’টি ব্ল্যাক বক্স উদ্ধার হয়েছে। সেগুলি পরীক্ষা করা হচ্ছে। মনে করা হচ্ছে খুব শীঘ্রই দুর্ঘটনার কারণ জানা যাবে। এরই মধ্যে বিমান দুর্ঘটনায় ২৭৫ জনের খবর নিশ্চিত করল গুজরাট সরকার।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement