Advertisement
Advertisement
Bihar

বিহারে অব্যাহত ব্রিজ বিভীষিকা, এবার সহরসা জেলায় হুড়মুড়িয়ে ভাঙল সেতু

বিহারে গত বছরে ১৩ দিনে পর পর ছ’টি সেতু ভেঙে পড়েছিল।

Old bridge collapses in Bihar
Published by: Kishore Ghosh
  • Posted:June 26, 2025 5:19 pm
  • Updated:June 26, 2025 5:19 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত কয়েক বছরে বারবার সেতু ভেঙে পড়ার ঘটনা দেখা গিয়েছে বিহারে। ফের বর্ষা শুরু হতেই সেতু বিপর্যয় ঘটল বাংলার প্রতিবেশী রাজ্যে। এবার সহরসা জেলার পাথরঘাট ব্লকে নদীর উপরে ভেঙে পড়ল একটি পুরনো সেতু। জাতীয় সড়কের সঙ্গে সংযোগরক্ষাকারী এই সেতুটি ভেঙে পড়ায় এলাকায় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। আচমকা ব্রিজ ভাঙায় অস্বস্তিতে পড়েছে প্রশাসন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার ভুট্টাবোঝাই একটি ট্র্যাক্টর ওই সেতুতে ওঠার পরই সেতুটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ট্রাক্টরে চালক বিপদ বুঝে লাফিয়ে নেমে নিজেকে বাঁচান। ওই সময় সেতুতে অন্য কোনও গাড়ি বা মানুষ ছিল না। ফলে বড়সড় দুর্ঘটনা ঘটেনি। তবে ব্রিজটি তাসের ঘরের মতো ভেঙে পড়ে। কিন্তু কেন ভেঙে পড়ল সেতুটি?

জানা গিয়েছে, এই ব্রজিটি ২০-২৫ বছরের পুরনো। বহু জায়গায় ফাটল ছিল। নড়বড়ে হয়ে গিয়েছিল ব্রিজটি। মেরামতির প্রয়োজন থাকলেও উদ্যোগ নেয়নি স্থানীয় প্রশাসন। মনে করা হচ্ছে, এই কারণেই সেটি হুড়মুড়ি করে ভেঙে পড়ে। এই প্রথম নয়, বিহারে গত বছরে ১৩ দিনে পর পর ছ’টি সেতু ভেঙে পড়েছিল। যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল। যদিও তারপরেও যে সেখানকার বিজেপি সরকারের ঘুম ভাঙেনি, তা সহরসা জেলার সেতুটি ভেঙে পড়ায় নতুন করে প্রমাণিত হল।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement