সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জম্মু ও কাশ্মীরে রাজনৈতিক পরিস্থিতি টালমাটাল। এরই মধ্যে বিধানসভা ভেঙে দিয়ে যত শীঘ্র সম্ভব নির্বাচনের দাবি জানালেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। তাঁর অভিযোগ, কাশ্মীরে সরকার গড়তে ঘোড়া কেনাবেচা করতে পারে বিজেপি। এদিন গেরুয়া শিবিরকে একহাত নিয়ে ওমর আরও জানান, ঘোড়া কেনাবেচার ইঙ্গিত ইতিমধ্যেই দিয়েছেন সদ্য-প্রাক্তন উপমুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা কবিন্দর গুপ্তা।
The J&K state assembly should be dissolved immediately & fresh elections should take place as soon as appropriate. The former DCM has admitted that BJP can’t be trusted not to horsetrade for Govt formation.
Advertisement— Omar Abdullah (@OmarAbdullah)
সংবাদমাধ্যমের সামনে এদিন প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, “এখনই নয়া সরকার গঠন হবে বলে মনে হচ্ছে না। যত তাড়াতাড়ি সম্ভব বিধানসভা ভঙ্গ করা হোক। সদ্য-প্রাক্তন উপমুখ্যমন্ত্রী নিজেই একপ্রকার ঘোড়া কেনাবেচার সম্ভাবনার কথা প্রকাশ করে ফেলেছেন।” উল্লেখ্য, মঙ্গলবার শরিক দল পিডিপি-র সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বিজেপি। ফলে জম্মু ও কাশ্মীরে পতন ঘটে মেহবুবা মুফতি সরকারের। তারপরই রাজ্যপাল এনএন ভোরার রিপোর্টের ভিত্তিতে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ জম্মু ও কাশ্মীরে রাজ্যপালের শাসন জারির নির্দেশ দিয়েছেন।
What do you mean “we are working on something”? The only “something” would be to break other parties & make up the numbers to form a BJP Govt. Has the former DCM inadvertently spilled the beans?
— Omar Abdullah (@OmarAbdullah)
রাজনৈতিক মহলের একাংশের মত, সাধারণ নির্বাচনের আগে সুকৌশলে কাশ্মীর কাঁটা এড়িয়ে গেল কেন্দ্র। গত কয়েক মাসে কাশ্মীর আরও অশান্ত হয়েছে। আর গত তিন বছরের হিসেব ধরলে কাশ্মীর শান্ত হওয়া দূরে থাক, বরং মৌলবাদীদের উত্থানই হয়েছে বেশি। জোট সরকারে থেকে সে দায় এড়াতে পারে না বিজেপি। তাই আগেভাগেই পিডিপি-র কাঁধে বন্দুক রেখে নিজেদের সরিয়ে নিল। কাশ্মীরের এই পরিস্থিতির জন্য এখন সব দায় পড়ল মুফতির উপরই।
[কুখ্যাত জঙ্গিদের আড়াল করেছিলেন দিগ্বিজয় সিং, বিস্ফোরক প্রাক্তন আমলা]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.