সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাষ্ট্রপতি শাসনের মণিপুরে এখন অস্ত্রসমর্পণ পর্ব চলছে। এর ফলে ভবিষ্যতের মণিপুর কি শান্ত হবে? গত ৯ ফেব্রুয়ারি অমিত শাহর সঙ্গে বৈঠকের পরে পদত্যাগ করেন মুখ্যমন্ত্রী এন বিরেন সিং। এর পর ১৩ ফেব্রুয়ারি থেকে রাষ্ট্রপতি শাসন চলছে উত্তরপূর্বের এই রাজ্যে। এর মধ্যেই গত বৃহস্পতিবার রাজ্যপাল অজয়কুমার ভল্লা নির্দেশ দেন, সাত দিনের মধ্যে লুট করা সমস্ত অস্ত্রশস্ত্র ফেরত দিতে হবে। ওই নির্দেশে ইতিবাচক সাড়া মিলল। শেষ পর্বেও অস্ত্র ও গোলাবারুদ নিয়ে নিরাপত্তাবাহিনীর কাছে আত্মসমর্পণ করলেন অনেকে।
গত ২০ ফেব্রুয়ারি মণিপুরের রাজ্যপাল এক নির্দেশিকায় জানান, আগামী সাত দিনের মধ্যে লুটের অস্ত্র ফেরত না দিলে কঠোর ব্যবস্থা নেবে প্রশাসন। আর যাঁরা প্রশাসনের কাছে অস্ত্র ফেরত দিতে আসবেন তাদের বিরুদ্ধে কোনও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না। সেই নির্দেশিকায় সাড়া দিয়েছেন অনেকেই। মণিপুরের নিরাপত্তাবাহিনী সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ইম্ফলে ১২টি সিএমজি বন্দুক, ৮টি বিভিন্ন রকমের রাইফেল, প্রতিটি রাইফেলের ম্যাগাজিন, একটি আইইডি বিস্ফোরক এবং ৭০ রাউন্ড গুলি নিয়ে আত্মসমর্পণ করেছেন বেশ কয়েক জন।
প্রসঙ্গত, অস্ত্র ফেরানো নিয়ে আগেই মণিপুরের মুখ্যসচিব পিকে সিং কড়া বার্তা দিয়েছিলেন রাজ্যবাসীকে। তিনি বলেন, “সাত দিনের মধ্যে স্বেচ্ছায় অস্ত্র জমা দিতে পারেন মণিপুরবাসী। তবে ওই সময়সীমা পেরিয়ে গেলেই ব্যাপক অস্ত্র উদ্ধার অভিযানে নামবে নিরাপত্তাবাহিনী।” আগামিকাল বৃহস্পতিবার শেষ হচ্ছে সেই সাত দিন। এর পর কী পদক্ষেপ করে প্রশাসন সেটাই এখন দেখার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.