হেমন্ত মৈথিল, অযোধ্যা: ৫ জুন, বৃহস্পতিবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা গোরক্ষপীঠের মহন্ত যোগী আদিত্যনাথের ৫৩তম জন্মদিন। এদিন অযোধ্যায় রামলালার মন্দিরে পুজো দিলেন তিনি। অংশ নেন আরতিতেও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন যোগীকে। বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরাও অভিনন্দন জানিয়েছেন।
আজ অযোধ্যায় মন্দির চত্বরে বিভিন্ন দেবতার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে অংশ নেন যোগী। প্রথমেই হনুমানগড়ি মন্দিরে যান তিনি। সেখানে হনুমানের পুজোয় অংশ নেন। এরপরেই রামলালার মন্দিরে পুজো দেন। মন্দিরের প্রথম তলায় রাম দরবারে যাগযজ্ঞে অংশ নেন তিনি। এখানে সিংহাসনে উপবিষ্ট মাতা জানকীর সঙ্গে শ্রীরামের মূর্তি স্থাপন হয়। এছাড়াও ভরত, লক্ষ্মণ, শত্রুঘ্ন এবং হনুমানের মূর্তি স্থাপন করা হয়।
মন্দির প্রাঙ্গনের আরও কয়েকটি নবনির্মিত মন্দির পরিদর্শন করেন যোগী। এদিন মন্দিরগুলিতে স্থাপিত হয় ঈশান কোণে দেবাদিদেব শিব, অগ্নি কোণে গণেশ, দক্ষিণের মাঝে হনুমান, নৈঋত কোণে সূর্য। এছাড়াও উত্তর-পশ্চিম কোণে দেবী ভগবতী ও উত্তরের কেন্দ্রবিন্দুতে দেবী অন্নপূর্ণা। সমস্ত মূর্তিই সাদা মার্বেলের তৈরি। সম্পূর্ণ বৈদিক রীতি মেনে এই আচার-অনুষ্ঠান সম্পন্ন হয়। মুখ্যমন্ত্রী যোগী সক্রিয়ভাবে এই অনুষ্ঠানে অংশ নেন।
যোগীর সফরে মন্দির প্রাঙ্গণে ভক্তদের উপচে পড়া ভিড় দেখা যায়। ‘জয় শ্রী রাম’ ধ্বনি দিয়ে জনতা উল্লাস প্রকাশ করে। মুখ্যমন্ত্রী ভক্তদের উষ্ণ অভ্যর্থনা জানান। যাবতীয় আচার ও আয়োজনের সময় উপস্থিত ছিলেন শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সভাপতি মহন্ত নৃত্য গোপাল দাস। এছাড়াও ছিলেন ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রায়, স্বামী গোবিন্দ দেব গিরি মহারাজ প্রমুখ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.