Advertisement
Advertisement
Manipur

‘ভারত থেকে খ্রিস্টধর্মকে মোছা যাবে না’, মণিপুর নিয়ে মোদি সরকারকে তোপ কেরলের আর্চবিশপের

জাতিদাঙ্গা নিয়ে নীরবতা ভাঙুন মোদি, মন্তব্য আর্চবিশপের।

On Manipur Violence Kerala Archbishop Says Christianity cannot be wiped out of India | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:July 9, 2023 4:11 pm
  • Updated:July 9, 2023 5:38 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেতেই ও কুকি জাতির সংঘর্ষে দু’মাসে কমপক্ষে ১২৫ জন নিহত হয়েছেন মণিপুরে (Manipur)। এবার মণিপুরের দাঙ্গা পরিস্থিতি নিয়ে কেন্দ্র এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Narendra Modi) তোপ দাগলেন কেরল (Kerala) ক্যাথলিক আর্চবিশপ কাউন্সিলের প্রেসিডেন্ট। উত্তরপূর্বের রাজ্যের অশান্তি নিয়ে নীরব থাকা মোদিকে তোপ দেগে বলেন, “কেউ যেন মনে না করে যে, তারা ভারত থেকে খ্রিস্টধর্মকে মুছে ফেলবে।”

Advertisement

সম্প্রতি মণিপুরের জাতিহিংসা নিয়ে কেরলে কংগ্রেস বিধায়ক ম্যাথু কুজলনাদান একটি প্রতিবাদ সভা করেন। সেখানে বক্তব্য রাখেন কেরল ক্যাথলিক আর্চবিশপ কাউন্সিলের প্রেসিডেন্ট কার্ডিনাল মার বাসেলিওস ক্লিমিস। তিনি বলেন, “মণিপুর নিয়ে মুখ খোলা উচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। গোটা বিশ্বের সামনে দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতার উদাহরণ রাখা উচিত। ভারতের গণতন্ত্র আছে, এই বার্তা দেওয়ার এটাই সেরা সুযোগ ও সময়।”

[আরও পড়ুন: আচমকা হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতলের সিঁড়ি, আটকে কমপক্ষে ৫৪ বাসিন্দা, চাঞ্চল্য কলকাতায়]

তিনি আরও বলেন, “আমাদের সংবিধানে লেখা ধর্মনিরপেক্ষতা একটি আলংকারিক শব্দ নয় বরং প্রণীত দর্শন। আমাদের মহান সংবিধান যে কোনও ধর্ম পালনের অধিকার দেয়। কেন লুকিয়ে রাখা হচ্ছে এই ভাবনাকে? কেন্দ্রের উচিত নীরবতা ভঙ্গ করা এবং মণিপুরে শান্তি ফিরিয়ে আনতে হস্তক্ষেপ করা।” এইসঙ্গে তাঁর বার্তা, “কেউ যেন মনে না করে যে তারা ভারত থেকে খ্রিস্টধর্মকে মুছে ফেলবে।”

[আরও পড়ুন: পঞ্চম বিয়ের পথে পরীমণি? ‘বউ’ হওয়ার প্রস্তাব দিলেন বাংলাদেশের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক]

উল্লেখ্য, মণিপুরের জাতিহিংসা অনেক অংশে ধর্মীয় দাঙ্গার চেহারা নিয়েছে। পোড়ানো হয়েছে একাধিক চার্চ এবং মন্দির। উত্তরপূর্বের রাজ্যের আদিবাসী জনগোষ্ঠীর একটা অংশ খ্রিস্টান ধর্মাবলম্বী। এত বড় দাঙ্গার পরেও কেন্দ্র এবং রাজ্য সরকার উপযুক্ত ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ। এদিন আর্চবিশপ প্রশ্ন তোলেন, “যারা সার্জিক্যাল স্ট্রাইক করে, তারা কেন মণিপুরে শান্তে ফেরাতে পারছে না?”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement