সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২৭ মে, মঙ্গলবার দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর ৬১তম মৃত্যুবার্ষিকী। অতি সংক্ষিপ্তে হলেও এদিন সকালে এক্স হ্যান্ডেলে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপরই গুজরাটের গান্ধীনগরের সভা থেকে স্বভাবসুলভ ভঙ্গিতে নেহরুর একাধিক সিদ্ধান্ত নিয়ে তোপ দাগলেন নমো। এদিন মোদি দাবি করেন, ভারতের স্বার্থের কথা ভাবলে খুব খারাপ ভাবে হয়েছিল সিন্ধু জলবণ্টন চুক্তি, তাছাড়া ১৯৪৭ সালে যে মুজাহিদিনরা কাশ্মীরে ঢুকে পড়েছিল, তখনই তাদের নিকেশ করা হলে আজকের পরিস্থিতি তৈরিই হয় না।
১৯৬০ সালের ১৯ সেপ্টেম্বর বিশ্বব্যাঙ্কের মধ্যস্থতায় ভারত এবং পাকিস্তানের মধ্যে সিন্ধু জলবণ্টন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। ওই চুক্তি অনুসারে, ভারতের নিয়ন্ত্রণে থাকবে সিন্ধুর পূর্বের তিন উপনদী— বিপাশা (বিয়াস), শতদ্রু (সাটলেজ) এবং ইরাবতী (রাভি)-র জল। এছাড়া সিন্ধু ও তার দুই উপনদী বিতস্তা (ঝিলম), চন্দ্রভাগার (চেনাব) জলের উপরে থাকবে পাকিস্তানের অধিকার। এই নদীগুলি ভারতের দিক থেকে পাকিস্তানের দিকে বয়ে যায়। এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল নেহরু ও পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট আয়ুব খানের মধ্যে। মোদির দাবি, এই চুক্তি ভুল ভাবে হয়েছিল। যদিও ঠিক কী ধরনের ভুল হয়েছিল তা ব্যাখ্যা করেননি তিনি।
গান্ধীনগরের সভায় সাম্প্রতিক ভারত-পাক সংঘর্ষ নিয়ে মোদি বলেন, ২২ মিনিটের অপারেশন সিঁদুর পাকিস্তানের নয়টি জঙ্গিঘাঁটিকে গুঁড়িয়ে দিয়েছে। এবারে সমস্তটাই হয়েছে ক্যামেরার সামনে। যাতে করে কেউ ঘটনার প্রামাণ্যতা নিয়ে প্রশ্ন না তোলে। এর পরেই নাম না করে দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে আক্রমণ করেন মোদি। তিনি বলেন, স্বাধীনতার পর সর্দার বল্লভভাই পটেলের কথা শোনা হলে পাক অধিকৃত কাশ্মীরে থাকা জঙ্গিদের আগেই নিকেশ করা যেত। আর পাক অধিকৃত কাশ্মীর ভারতের অংশ হত। এর ফলে দশকের পর দশক ধরে চলা পরিস্থিতি তৈরিই হত না।
উল্লেখ্য, মঙ্গলবার নেহরুর ৬১তম মৃত্যুবার্ষিকীতে তাঁকে একটি মাত্র লাইন লিখে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। এক্স হ্যান্ডেলে লেখেন—“আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি।” এদিন নেহরুকে শ্রদ্ধা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে প্রমুখ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.