সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত সরকার যতই মোদি-ট্রাম্পের ফোনালাপকে নয়াদিল্লির কূটনৈতিক জয় হিসাবে দেখানোর চেষ্টা করুক, আসলে আমেরিকা ভারতকে ‘ট্রিপল ঝটকা’ দিয়েছে। কূটনৈতিক ‘ব্যর্থতা’ নিয়ে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারকে তোপ কংগ্রেসের।
বুধবার সকালে এক সাংবাদিক সম্মেলনে বিদেশ সচিব বিক্রম মিসরি জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দীর্ঘ ফোনালাপ হয়েছে। তাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ভারত-পাক সংঘর্ষবিরতি হয়েছে দ্বিপাক্ষিক বৈঠকেই। ভারত কখনওই পাকিস্তানের বিষয়ে কোনও মধ্যস্থতা মেনে নেয়নি এবং ভবিষ্যতেও নেবে না। কখনওই ভারত-আমেরিকা বাণিজ্যিক চুক্তি কিংবা ভারত-পাকিস্তানের মধ্যে মার্কিন মধ্যস্থতার মতো কোনও বিষয়ে কথা হয়নি। ওই ফোনালাপে মোদি ট্রাম্পকে ‘অপারেশন সিঁদুর’ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন। মোদি-ট্রাম্পের এই ফোনালাপকে ভারতের কূটনৈতিক জয় হিসাবে দেখানোর চেষ্টা করছে বিজেপি।
Field Marshall Asim Munir, the man whose inflammatory, incendiary and provocative remarks were linked directly to the April 22 Pahalgam terror attacks, is having lunch today with President Trump in the White House. Is this why President Trump abandoned the G7 Summit a day early…
— Jairam Ramesh (@Jairam_Ramesh)
তবে কংগ্রেস বলছে, এতে ভারতের আনন্দের কোনও কারণ নেই। ভারত উলটে কূটনৈতিকভাবে আমেরিকার কাছে তিনটি ঝটকা খেয়েছে। কী কী ঝটকা? কংগ্রেসের প্রচার বিভাগের প্রধান জয়রাম রমেশ সোশাল মিডিয়ায় তিনটি বিষয় তুলে ধরেছেন। এক, আসিম মুনির, যার প্ররোচনামূলক ভাষণের জেরে পহেলগাঁও কাণ্ড, তাঁর সঙ্গে ট্রাম্প বৈঠক করছেন। সেটার জন্য আবার ট্রাম্প জি-৭ বৈঠক মাঝপথে ছেড়ে বেরিয়ে গিয়েছেন। দুই, ট্রাম্প নিজেই ১৪ বার দাবি করেছেন, ভারত-পাক যুদ্ধবিরতিতে তিনি মধ্যস্থতা করেছেন। তিন, আমেরিকারই শীর্ষ সেনা কর্তা মাইকেল কুরিলা স্পষ্ট বলে দিয়েছেন, পাকিস্তান নাকি সন্ত্রাসদমনে ‘অনবদ্য’ বন্ধু। এটাই নমস্তে ট্রাম্পকে দেওয়া ‘হাউডি মোদি’র ট্রিপল ঝটকা।
কংগ্রেসের অভিযোগ, গোটা বিশ্বে ভারতের কূটনীতি বিধ্বস্ত হচ্ছে। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নীরব। কংগ্রেসের ফের দাবি, সংসদের বিশেষ অধিবেশন ডেকে পুরো বিষয়টি স্পষ্ট করতে হবে কেন্দ্রকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.