Advertisement
Advertisement
Delhi

দিল্লির দূষণ মাত্রাছাড়া, তবু জরুরি তিন কারণে স্কুল খোলার পক্ষে মত সুপ্রিম কোর্টের

স্কুল খোলার বিষয়ে সিদ্ধান্ত নেবে এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট।

On Reopening Delhi Schools Top Court's Note On Air Purifiers and Mid-Day Meal
Published by: Kishore Ghosh
  • Posted:November 25, 2024 7:33 pm
  • Updated:November 25, 2024 7:33 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যদিও এখনও রাজধানীর দূষণের মাত্রা ‘বিপজ্জনক’ পর্য়ায়ে রয়েছে, তথাপি দিল্লিতে স্কুল খোলার পক্ষে মত দিল সুপ্রিম কোর্ট। আদালতের বক্তব্য, পড়ুয়াদের ঘরে আটকে রেখে সমস্যার সমাধান হবে না। তবে এই বিষয়ে এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট কমিশন অন্তিম সিদ্ধান্ত নেবে, সোমবার জানাল আদালত।

Advertisement

সোমবার শীর্ষ আদালত জানায়, বর্তমান পরিস্থিতিতে স্কুলে আসা পড়ুয়াদের বাড়িতে থাকার মধ্যে কোনও পার্থক্য নেই। কারণ সমস্থ পড়ুয়াদের বাড়িতে বায়ু পরিশোধক (Air Purifier) যন্ত্র নেই। এছাড়াও একটা বড় সংখ্যক ছাত্রছাত্রীর কাছে অনলাইনে ক্লাস করার মতো সুবিধাই নেই। ভবিষ্যতেও অনলাইনে ক্লাস করার মতো আর্থিক ক্ষমতা নেই তাদের। এছাড়াও আদালতের মতে স্কুল খোলার তৃতীয় কারণ—বহু পড়ুয়া স্কুল বন্ধ থাকার কারণে মিড-ডে মিল থেকে বঞ্চিত হচ্ছে। যা তাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক হবে।

এই তিন কারণ উল্লেখ করে সোমবার মাত্রা দূষণ থাকলেও দিল্লিতে স্কুল খোলার পক্ষে মত দেয় সুপ্রিম কোর্ট। যদিও এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট কমিশনকে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা জানান বিচারপতিরা। মঙ্গলবার সকালের মধ্যে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে বলা হয়েছে।

এদিকে দিল্লির পাশাপাশি গাজ়িয়াবাদের দূষণ পরিস্থিতিও গুরুতর। ফলে গাজ়িয়াবাদের সমস্ত স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। গুরুগ্রামের সব স্কুলও বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন। দূষণের মাত্রা না কমা পর্যন্ত কোনওভাবেই গুরুগ্রামের স্কুলগুলি খোলা হবে না বলে জানানো হয় প্রশাসনের তরফে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ