Advertisement
Advertisement
Rajnath Singh

‘যুদ্ধ ছাড়াই ভারতের অংশ হবে অধিকৃত কাশ্মীর’, রাজনাথের বার্তায় পাক-আকাশে ‘সিঁদুরে’ মেঘ

'অধিকৃত কাশ্মীর একদিন বলবে আমি ভারতের', বার্তা রাজনাথের।

One day PoK will say 'main bharat hoon', says Rajnath Singh
Published by: Amit Kumar Das
  • Posted:September 22, 2025 1:21 pm
  • Updated:September 22, 2025 1:31 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘পাক অধিকৃত কাশ্মীরকে নিজের অংশ করতে কোনও আগ্রাসনের প্রয়োজন নেই। একদিন অধিকৃত কাশ্মীর নিজে থেকেই বলবে আমি ভারতের।’ সোমবার মরক্কো সফরে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। পাক অধিকৃত কাশ্মীরের বর্তমান পরিস্থিতি সেই পথেই এগোচ্ছে বলে বার্তা দিলেন রাজনাথ। শুরু তাই নয় হুঁশিয়ারির সুরে জানালেন, অপারেশন সিঁদুর এখনও শেষ হয়নি। পাকিস্তান বাড়াবাড়ি করলে সিঁদুরের দ্বিতীয় ও তৃতীয় ধাপ ফের শুরু হতে পারে।

Advertisement

৫ বছর আগে জম্মু ও কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর অনুষ্ঠানে নিজের ভাষণের কথা স্মরণ করিয়ে রাজনাথ সিং বলেন, “৫ বছর আগে সেনার অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় আমি বলেছিলাম, আমাদের পাক অধিকৃত কাশ্মীরে কোনও হামলা চালানোর প্রয়োজন নেই। ওটা আমাদেরই পিওকে একদিন নিজে থেকেই বলবে আমি ভারতের অংশ।” মরক্কোয় প্রবাসী ভারতীয়দের সঙ্গে কথা বলার সময় তিনি আরও বলেন, “সেখানকার মানুষই বর্তমান প্রশাসনের থেকে স্বাধীনতার দাবি তুলেছেন। পিওকের সেই স্লোগান আপনারাও নিশ্চয়ই শুনেছেন।”

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে ইসলামাবাদের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দারা। তাঁদের অভিযোগ, সেখানে পর্যাপ্ত খাবার নেই, জলের উৎস দখল করে শোষণ করা হচ্ছে। মিলছে না প্রয়োজনীয় জিনিসপত্র। চড়া দাম বিভিন্ন জিনিসের। শিক্ষা ব্যবস্থার বেহাল দশা। তার উপর অবাস্তব কর চাপানো হয়েছে। যার জেরে দিন দিন দুর্বিষহ হয়ে উঠছে পরিস্থিতি। এই অবস্থায় পাক সরকারের শাসনে থাকতে নারাজ তাঁরা। গতবছরও অধিকৃত কাশ্মীরের বাসিন্দারা পাকিস্তানের কবল থেকে মুক্তি পেতে তীব্র আন্দোলন শুরু করেন। যদিও কঠোরভাবে তাঁদের দম করে পাক সরকার। সেই ইস্যুকে হাতিয়ার করেই রাজনাথের এই বার্তা নিশ্চিতভাবে তাৎপর্যপূর্ণ।

তবে শুধু অধিকৃত কাশ্মীর নয়, অপারেশন সিঁদুর যে কোনও দিন শুরু হতে পারে বলে বার্তা দিয়েছেন রাজনাথ। তিনি বলেন, “ভারত যেকোনও সময় অপারেশন সিন্দুরের দ্বিতীয় বা তৃতীয় ধাপ শুরু করতে পারে। পাকিস্তান যদি সন্ত্রাসী হামলা চালানোর বা অনুপ্রবেশকারীদের পাঠানোর সাহস দেখায়,
তাহলে ভারত আবারও অপারেশন সিন্দুর শুরু করতে দ্বিধা করবে না।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ