ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুরুগ্রামে বিতর্কিত ইউটিউবার এবং বিগ বস ওটিটি জয়ী এলভিশ যাদবের বাড়িতে গুলি চলে গত সপ্তাহে। দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি এলভিশে বাড়ি লক্ষ্য করে কয়েক ডজন গুলি চালায় বলে অভিজোগ। শুক্রবার সকালে ফরিদাবাদে পুলিশ এনকাউন্টারের সময় ওই দুই ব্যক্তির মধ্যে একজন গ্রেপ্তার হয়েছে। জানা গিয়েছে ইশান্ত ওরফে ইশু গান্ধী নামে পরিচিত অভিযুক্ত একটি স্বয়ংক্রিয় পিস্তল দিয়ে ফরিদাবাদ ক্রাইম ব্রাঞ্চের দলকে লক্ষ্য করে ছয় রাউন্ডেরও বেশি গুলি চালায়। পাল্টা জবাবে পুলিশ তার পায়ে গুলি করে। পরে তাকে গ্রেপ্তার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিস জানিয়েছে ধৃত ইশান্ত ফরিদাবাদের জওহর কলোনির বাসিন্দা।
গত রবিবার ভোরে ইউটিউবার ও ‘বিগ বস’ বিজয়ী বাড়ির সামনে গুলি চালায় দুষ্কৃতীরা। পুলিশ জানায়, ভোর সাড়ে পাঁচটা থেকে ছ’টার মধ্যে ঘটনাটি ঘটে। তিনজন দুষ্কৃতী মোটরবাইকে এসে গুরুগ্রাম সেক্টর ৫৭–এর বাড়ির সামনে ২৫ থেকে ৩০ রাউন্ড গুলি চালায়। বাড়ির দুটি তলা লক্ষ্য করে চলে গুলি। ওই বাড়ির দ্বিতীয় ও তৃতীয় তলায় থাকেন এলভিশ। কেয়ারটেকার ও পরিবারের কয়েকজন সদস্য বাড়িতে থাকলেও কেউ হতাহত হননি বলে জানা যায়।
২৭ বছরের এলভিশ যাদবের সঙ্গে বিতর্কের সম্পর্ক নতুন নয়। ইউটিউবার হলেও পাশাপাশি মিউজিক ভিডিও এবং ছবিতেও কাজ করেছেন। ২০২৩ সালে বিগ বস ওটিটি-র দ্বিতীয় সিজনে বিজয়ী হন। সেই বছরই নভেম্বরে এলভিশ-সহ কয়েকজনের বিরুদ্ধে সাপের বিষ নিয়ে পার্টি করার অভিযোগ ওঠে। দাবি করা হয়, তাঁদের কাছে প্রায় ন’টি বিষাক্ত সাপ উদ্ধার হয়েছে। পরবর্তীকালে এই ঘটনায় তাঁকে গ্রেপ্তার করা হয়। এতেই শেষ নয়। এরপরে কাশী বিশ্বনাথ মন্দিরের প্রাঙ্গনে ছবি তুলে রীতিমতো বিপাকে পড়েন এলভিশ। তাঁর বিরুদ্ধে বারাণসী সেশন আদালতে অভিযোগও দায়ের হয়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.