সংবাদ প্রতিদিন ডিজিটাল: বাঘের ঘরে ঘোগের বাসা! দিল্লিতে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার হলেন খোদ নৌবাহিনীর সদর দপ্তরের এক কর্মী। অভিযোগ, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর হয়ে বছরের পর বছর ধরে কাজ করছিলেন ওই ব্যক্তি। এমনকী অপারেশন সিঁদুরের সময়েও চরবৃত্তি করেন তিনি।
অভিযুক্ত যুবকের নাম বিশাল যাদব। হরিয়ানার বাসিন্দা তিনি। ভারতীয় নৌসেনার দিল্লিতে অবস্থিত সদর দপ্তরে ক্লার্ক পদে কর্মরত ছিলেন। চর সন্দেহে তাঁর মোবাইল ফোনটি বাজেয়াপ্ত করতেই গোটা বিষয়টি প্রকাশ্যে আসে। মোবাইলের তথ্য থেকে জানা যায়, টাকার বিনিময়ে তিনি নৌসেনা এবং প্রতিরক্ষা দপ্তরের গোপন তথ্য পাকিস্তানের এক মহিলা এজেন্টকে পাচার করতেন।
রাজস্থান পুলিশের সিআইডি আধিকারিক বিষ্ণুকান্ত গুপ্তা জানান, রাজস্থান পুলিশের গোয়েন্দারা পাকিস্তানি গুপ্তচর সংস্থার কার্যকলাপের উপর নজর রাখছিল। সেই সূত্রেই খোঁজ মেলে বিশাল যাদবের। বিষ্ণুকান্ত জানান, পাক মহিলা এজেন্টের সঙ্গে সোশাল মিডিয়ায় যোগযোগ রাখত অভিযুক্ত। নিজেকে প্রিয়া শর্মা নামে পরিচয় দিত ওই মহিলা। সে-ই বিশালকে মোটা টাকা পাঠাত তথ্য চালানের বিনিময়ে। তদন্ত সূত্রে আরও জানা গিয়েছে, বিশাল অনলাইন গেমে আসক্ত ছিলেন। এর জন্য টাকার প্রয়োজন মেটাতে চরের কাজ শুরু করেন। অভিযুক্তকে গ্রেপ্তার করে ঠিক কোন তথ্য পাচার হয়েছে, তাঁর কোনও সঙ্গী আছে কিনা, যাবতীয় খতিয়ে দেখছে রাজ্য ও কেন্দ্রীয় সংস্থাগুলি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.