Advertisement
Advertisement
Odisha

২০২৪-এও ‘জাতের নামে বজ্জাতি’! আদিবাসী তরুণীর মুখে মানুষের মল গুঁজে ‘শাস্তি’  

পলাতক অভিযু্ক্ত 'উঁচু' জাতের ব্যক্তি।

One Odisha Tribal woman assaulted human faeces stuffed in her mouth
Published by: Kishore Ghosh
  • Posted:November 21, 2024 1:23 pm
  • Updated:November 21, 2024 1:25 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৪-এর ভারতেও ‘জাতের নামে বজ্জাতি’! ওড়িশায় আদিবাসী তরুণীর উপর বর্বর অত্যাচারের অভিযোগ উঠল। তাঁকে শারীরিক হেনস্তার পাশাপাশি জাত তুলে গালাগাল করা হয়। এছাড়াও জোর করে মানুষের মল খাওয়ানোর চেষ্টার অভিযোগ উঠেছে। স্থানীয় থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন ওই তরুণী। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্র জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে গত ১৬ নভেম্বর। গ্রামের একটি পুকুরে স্নান করে বাড়ি ফিরছিলেন ২০ বছরের তরুণী। তখন তাঁর পথ আটকান একই গ্রামের বাসিন্দা ‘উচ্চ বর্ণে’র অভয় বাঘ নামের এক ব্যক্তি। তরুণীকে জাত তুলে গালাগাল দেন তিনি। লিখিত অভিযোগে তরুণী জানিয়েছেন, অভয় তাঁর বুকে আঘাত করেন। তিনি মাটিতে পড়ে যান। তরুণীর বৃদ্ধা মা অভয় রোখার চেষ্টা করলেও পেরে ওঠেননি। অভিযুক্ত তরুণীর শ্বাসরোধ করার চেষ্টা করেন। এই সঙ্গে অকথ্য গালিগালাজ করেন। আরও অভিযোগ, অভয় তাঁর মুখে মানুষের মল মাখিয়ে দেন। এমনকী জোর করে মল খাওয়ানোরও চেষ্টা করেন।

তরুণী পুলিশকে জানিয়েছেন, ‘উঁচু জাতে’র এক ব্যক্তি তাঁর চাষের জমিতে ট্রাক্টর ঢুকিয়ে দিয়েছিল। এর ফলে প্রচুর শস্য নষ্ট হয়ে যায়। এর প্রতিবাদ করেছিলেন তিনি। তার বদলা নিতে তাঁকে এভাবে হেনস্তা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত অভয় গ্রাম ছেড়ে পালিয়েছেন। দ্রুত তাঁকে গ্রেপ্তারির চেষ্টা চালানো হচ্ছে। ইতিমধ্যে তাঁর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ