Advertisement
Advertisement
Yogi Adityanath

লক্ষ্য উন্নত উত্তরপ্রদেশ, রাজ্যের মেয়র, পঞ্চায়েত প্রধান ও পুরপ্রতিনিধিদের সঙ্গে বৈঠক যোগীর

২০৪৭ সালের মধ্যে উন্নত উত্তরপ্রদেশের গঠনের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

Only empowered and modernized municipal bodies can shape the path to Viksit UP, says Yogi Adityanath
Published by: Hemant Maithil
  • Posted:September 29, 2025 8:19 pm
  • Updated:September 29, 2025 8:41 pm   

হেমন্ত মৈথিল: ২০৪৭ সালের মধ্যে উন্নত উত্তরপ্রদেশের গঠনের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। যার প্রতীকী নাম বিকশিত উত্তরপ্রদেশ ২০৪৭ ViksitUP@2047। সেই লক্ষ্য পূরণে সোমবার রাজ্যের মেয়র, পঞ্চায়েত প্রধান ও পুরপ্রতিনিধিদের সঙ্গে বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী। ভারচুয়াল এই বৈঠকে যোগ দেন রাজ্যের ১৭টি পুরসভার মেয়র, ২০০-র বেশি পুরসভার সদস্য ও ৫৪৫ জন পঞ্চায়েত সদস্য। যেখানে শহর ও পঞ্চায়েতগুলিকে উন্নত, আধুনিক, সুপরিকল্পিত ও স্বনির্ভর হিসেবে গড়ে তোলার বার্তা দেন যোগী।

Advertisement

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন যে প্রতিটি পৌর সংস্থার উচিত তাদের কর্ম পরিকল্পনায় উদ্ভাবন অন্তর্ভুক্ত করা এবং জীবনযাত্রার সহজতার ধারণা অনুসারে নাগরিক পরিষেবা আধুনিকীকরণ করা। তিনি বলেন যে নগর উন্নয়ন কেবলমাত্র অবকাঠামোর মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়, বরং স্মার্ট পরিষেবা, সবুজ স্থান, উন্নত পরিবহন এবং ডিজিটাল অ্যাক্সেসকেও বিবেচনায় নেওয়া উচিত।

এই বৈঠক থেকে মুখ্যমন্ত্রী পুরসভাগুলিকে নির্দেশ দেন আয়ের নতুন উৎস তৈরি করার। জনগণের সঙ্গে সম্পর্ক বাড়াতে জনপ্রতিনিধিদের আরও সক্রিয় হওয়ার বার্তা দেন যোগী। তিনি বলেন, গত ৮ বছরে উত্তরপ্রদেশ সরকার শহরগুলির উন্নতিতে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য, ১২৭টির বেশি নতুন পুরসভা গঠন, ১৭টি স্মার্ট সিটির উন্নয়ন, ই-গভর্নেন্স পরিষেবা, মেট্রো, আরআরটিএস এবং রোপওয়ের মতো আধুনিক পরিবহন প্রকল্প। এর পাশাপাশি কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, নিকাশি ব্যবস্থাকে আরও আধুনিক করা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, লখনউ এবং গাজিয়াবাদ পৌরসভা ইতিমধ্যেই বন্ড জারি করেছে। তাছাড়া প্রতিটি পুরসভা তাদের আয় আড়াই থেকে তিনগুণ বাড়িয়েছে।

মুখ্যমন্ত্রী বলেন, অযোধ্যা, কাশী, মথুরা, প্রয়াগ, গাজিয়াবাদ, লখনউ, ঝাঁসি, ফিরোজাবাদ এবং গোরক্ষপুরের মতো শহরগুলি এখন নতুন করে উত্তরপ্রদেশের পরিচয় হিসেবে উঠে এসেছে। তিনি বলেন, আগামী বছরগুলিতে শহরের জনসংখ্যা বহুগুণ বৃদ্ধি পাবে, তাই পুরসভাগুলিকে সে কথা মাথায় রেখে এখন থেকেই প্রস্তুতি শুরু করতে হবে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ