Advertisement
Advertisement

Breaking News

PM Modi

ভারতে ফিরেই বৈঠক প্রধানমন্ত্রীর সঙ্গে! বিস্তারিত জানাবে ‘সিঁদুর’-এর সংসদীয় দল

৩৩ দেশে সফরের পর্যালোচনা বৈঠক হবে।

Operation Sindoor delegations to meet PM Modi next week
Published by: Kishore Ghosh
  • Posted:June 2, 2025 9:10 pm
  • Updated:June 2, 2025 9:50 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সন্ত্রাসবাদ নিয়ে পাক দ্বিচারিতা গোটা বিশ্বের সামনে তুলে ধরতে ৭টি সর্বদলীয় সংসদীয় প্রতিনিধি দল গড়ে কেন্দ্র। বিশ্বের ৩৩ দেশে যাওয়া ওই প্রতিনিধি দলের সঙ্গে আগামী সপ্তাহে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সূত্রের খবর, রাজধানী দিল্লিতে আগামী ৯ অথবা ১০ জুন সংসদীয় দলের সঙ্গে বৈঠক করতে পারেন মোদি।

Advertisement

রাশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া, বাহারিন, কুয়েত, আলজেরিয়া, গায়ানা, পানামা, কলম্বিয়া, ব্রাজিল, আমেরিকার মতো দেশে ভারতের বার্তা পৌঁছে দিচ্ছে সর্বদলীয় সংসদীয় প্রতিনিধিরা। রাজনৈতিক নেতা এবং অভিজ্ঞ কূটনীতিকদের সমন্বয়ে গঠিত দলগুলি বিশ্বের দরবারে ভারতের অবস্থান তুলে ধরছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ‘বন্ধু’ দেশগুলির সমর্থন আদায়ের চেষ্টা চালাচ্ছে।

সূত্রের খবর, সংসদীয় প্রতিনিধিরা দেশে ফিরেই প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ৩৩ দেশে সফরের পর্যালোচনা করবে। দেশগুলিতে শীর্ষ বৈঠক কোন কোন বিষয়ে আলোচনা হয়েছে, কৌশলগত কথোপকথন হয়েছে, পহেলগাঁও হামলা এবং ভারতের বৃহত্তর সন্ত্রাস-বিরোধী প্রচেষ্টা সম্পর্কে বিভিন্ন দেশের ঠিক কী প্রতিক্রিয়া, তাও জানানো হয়েছে। মনে করা হচ্ছে, ৩৩ দেশে ঘুরে আসা প্রতিনিধি দলের প্রতিক্রিয়া শুনে পরবর্তী পদক্ষেপের কথা ভাববে সাউথ ব্লক।

উল্লেখ্য, সাতটি সর্বদলীয় প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন যথাক্রমে শশী থারুর, রবিশংকর প্রসাদ, সঞ্জয় কুমার ঝা, বৈজয়ন্ত পাণ্ডা, কানিমোঝি করুণানিধি, সুপ্রিয়া সুলে এবং একনাথ শিণ্ডে। এই সর্বদলীয় প্রতিনিধি দলে রয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement