ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিজেপি শাসিত রাজ্যে ফের ধর্মীয় রাজনীতি! আবারও ইতিহাস মুছে জায়গার নাম পরিবর্তন। এবার যোগীরাজ্যের ফতেহাবাদ শহর এবং বাদশাহীবাগ এলাকার নাম পরিবর্তন করার প্রস্তাব দিল আগ্রা জেলা পঞ্চায়েত। তারা চায় ফতেহাবাদ শহর এবং বাদশাহীবাগ এলাকার নাম হোক যথাক্রমে সিন্দুরপুরম এবং ব্রহ্মপুরম। জেলা পঞ্চায়েতের চেয়ারপার্সন ড. মঞ্জু ভাদোরিয়া এ বিষয়ে একটি প্রস্তাব উত্থাপন করেন। সোমবার বোর্ডের সভায় ওই প্রস্তাব সর্বসম্মতিক্রমে পাস হয়। এবার অপেক্ষা উত্তরপ্রদেশ সরকারের অনুমোদনের।
ভাদোরিয়া বলেন, “আসলে ওই দুই এলাকার নামে জড়িয়ে ছিল দাসত্বের প্রতীক। তাই নাম পরিবর্তনের কথা বলা হয়েছে। এখন এটি অনুমোদনের জন্য রাজ্য সরকারের কাছে পাঠানো হবে।” প্রস্তাবে বলা হয়েছে, শহরটির নাম আগে সামুগড় ছিল। পরে এটি বদলে ফতেহাবাদ করা হয়। তাই ফের নাম পরিবর্তন করে সিন্দুরপুরম করা হোক । শুধু তাই নয়, এই নতুন নামকরণের সঙ্গে আনা হয়েছে অপারেশন সিঁদুর প্রসঙ্গ। প্রস্তাবে আরও বলা হয়েছে যে ফতেহাবাদের বাদশাহী বাগ এলাকাটির নামকরণ করা যেতে পারে ব্রহ্মস ক্ষেপণাস্ত্র অথবা ভগবান ব্রহ্মার নামে।
প্রসঙ্গত, ভারতীয় ব্রহ্মস উৎপাদন ইউনিটটি উত্তরপ্রদেশ সরকারের দেওয়া ৮০ হেক্টর জমির উপর তৈরি হয়েছে। যোগী সরকার ক্ষমতায় আসার পর উত্তরপ্রদেশের একাধিক জায়গার নাম বদল হয়েছে। যেমন, এলাহাবাদ হয়েছে প্রয়াগরাজ। মুঘলসরাই জংশনের নতুন নাম হয়েছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন। নাম বদল হয়েছে আলিগড়ের। উত্তরপ্রদেশের অন্যতম ঐতিহাসিক এলাকা আলিগড়ের নতুন নাম হরিগড়। এ নিয়ে দেশজুড়ে বিতর্ক হলেও কর্ণপাত করেনি বিজেপি শাসিত সরকার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.