Advertisement
Advertisement
Operation Sindoor

‘পিকচার আভি বাকি হ্যায়…’ অপারেশন সিঁদুরের পর বিস্ফোরক প্রাক্তন সেনাপ্রধান নারাভানে

পাকিস্তানের বিরুদ্ধে আরও বড় হামলার প্রস্তুতি ভারতের!

Operation Sindoor: Manoj Mukund Naravane makes key statement after Air Strike

প্রাক্তন সেনাপ্রধান নারাভানে।

Published by: Amit Kumar Das
  • Posted:May 7, 2025 11:44 am
  • Updated:May 8, 2025 12:34 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পহেলগাঁও হামলার বদলা নিতে মঙ্গলবার রাতে সন্ত্রাসের আঁতুড়ঘরে হামলা চালিয়েছে সেনা। অধিকৃত কাশ্মীরের পাশাপাশি হামলা চলেছে পাকিস্তানের একাধিক জঙ্গি ঘাঁটিতে। সন্ত্রাসের বিরুদ্ধে বড়সড় এই অভিযানের পর বুধবার বিস্ফোরক বার্তা দিলেন ভারতের প্রাক্তন সেনাপ্রধান মনোজ নারাভানে। জানালেন, ‘পিকচার আভি বাকি হ্যায়…’। স্বাভাবিকভাবেই তাঁর এই মন্তব্যে জল্পনা শুরু হয়েছে, এরপর কী পাকিস্তানের বিরুদ্ধে আরও বড় হামলার প্রস্তুতি শুরু করেছে ভারত!

২২ এপ্রিল পহেলগাঁওয়ে ধর্ম জিজ্ঞাসা করে পর্যটকদের উপর হামলা চালিয়েছিল পাক মদতপুষ্ট জঙ্গিরা। সেই হামলার ঠিক ১৫ দিনের মাথায় পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯ জায়গায় হামলা চালায় ভারতীয় সেনা। হামলার জেরে অন্তত ৮০ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। লস্কর ই তইবা, জইশ ই মহম্মদ-সহ একাধিক জঙ্গির আঁতুড় ঘর গুড়িয়ে দেওয়া হয়। এই হামলায় লস্কর ই তইবা প্রধান হাফিজ সৈয়দ ও জইশ প্রধান মাসুদ আজাহারের পরিবারের সদস্যদের মৃত্যু হয়েছে বলে শোনা যাচ্ছে। বিরাট এই প্রত্যাঘাতের পর এক্স হ্যান্ডেলে দেশের প্রাক্তন সেনাপ্রধান লেখেন, ‘পিকচার আভি বাকি হ্যায়…’। সাম্প্রতিক পরিস্থিতির দিকে নজর রাখলে ছোট্ট অথচ বিস্ফোরক এই বার্তা বাড়িয়ে তুলেছে জল্পনা। প্রশ্ন উঠতে শুরু করেছে তবে কী এটাই শেষ নয়, আরও বড় কোনও পদক্ষেপ নিতে চলেছে ভারত।

অন্যদিকে, ভারতের থাপ্পড় খেয়ে ক্ষোভে ফুঁসতে শুরু করেছে পাকিস্তান। হামলার পালটা জবাবের হুঁশিয়ারি দিয়েছে পাক সরকারও। ইতিমধ্যেই নিয়ন্ত্রণ রেখায় বেলাগাম গুলিবর্ষণ শুরু করেছে পাক সেনা। যার জেরে কাশ্মীরের ১০ সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। ঠিক সেই পরিস্থিতিতে প্রাক্তন সেনাপ্রধানের এই বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এদিকে ভারতীয় সেনার তরফে এই ঘটনায় স্পষ্ট বিবৃতি দিয়ে জানানো হয়েছে, অপারেশন সিঁদুরে (Operation Sindoor) ভারত পাকিস্তানের কোনও সেনাঘাঁটিতে হামলা চালায়নি। হামলা চালানো হয়েছে শুধুমাত্র জঙ্গিঘাঁটি লক্ষ্য করে। এমনকী এই হামলায় কোনও অসামরিক মানুষের প্রাণহানিও হয়নি বলে জানিয়েছে সেনা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement