সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বাধীনতা দিবসের প্রাক্কালে ‘আত্মনির্ভর’ ভারতের ছবি আঁকলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সময় তাঁর কথায় উঠে এল অপারেশন সিঁদুর প্রসঙ্গও। যাকে ‘সন্ত্রাসের বিরুদ্ধে মানবতার লড়াই’ বলে বর্ণনা করলেন তিনি।
এদিন রাষ্ট্রপতি বলেন, ”প্রতিরক্ষা ক্ষেত্রে ‘আত্মনির্ভর’ ভারতের পরীক্ষা ছিল অপারেশন সিঁদুর। ফলাফল প্রমাণ করে দিয়েছে আমরা সঠিক পথেই রয়েছি। আমাদের দেশীয় উৎপাদন এমন এক গুরুত্বপূর্ণ স্তরে পৌঁছে গিয়েছে, যা আমাদের অনেক নিরাপত্তা-প্রয়োজনীয়তায় স্বয়ংসম্পূর্ণ করে তুলেছে। স্বাধীনতার পর থেকে ভারতের প্রতিরক্ষা ইতিহাসে এগুলি এক যুগান্তকারী সাফল্য।”
সেই সঙ্গেই রাষ্ট্রপতি বলেন, ২০৪৭ সালের মধ্যে দেশ উন্নত অর্থনীতির দেশ হয়ে উঠবে। তাঁকে বলতে শোনা গিয়েছে, ”আমি বিশ্বাস করি, আমাদের সমাজের তিনটি স্তরই ভবিষ্যতে পথ দেখাবে- তরুণ, মহিলা ও দীর্ঘদিন প্রান্তিক স্তরে পড়ে থাকা অংশটি। আমাদের তরুণ প্রজন্ম অবশেষে নিজেদের স্বপ্ন সত্যি করার সঠিক পরিবেশ পেয়েছে। জাতীয় শিক্ষা নীতি বহু পরিবর্তনের সাক্ষী হয়েছে।”
With 6.5 pc GDP growth in last fiscal, India fastest growing among major world economies: President Murmu
Read Story |
— ANI Digital (@ani_digital)
সেই সঙ্গেই তিনি জানান, ”সুশাসনের ফলে দারিদ্রসীমার বাইরে এসেছেন সমাজের বড় অংশের মানুষ। গরিবদের জন্য এবং যাঁরা দারিদ্রসীমার বাইরে এলেও এখনও বিপদগ্রস্ত হয়ে রয়েছে, তাঁদের জন্য জনকল্যাণমুখী নানা প্রকল্প চালাচ্ছে সরকার। যাতে তাঁরা ফের সীমার নিচে না চলে যান।”
প্রসঙ্গত, ৭৯তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে অপারেশন সিঁদুরে বীরত্বের পুরস্কার দেওয়া হয়েছে ১৬ বিএসএফ জওয়ানকে। শত্রুদেশের নজরদারি ক্যামেরা গুঁড়িয়ে দিয়ে এবং ড্রোন আক্রমণ রুখে দিয়েছিলেন তাঁরা। ভারত-পাকিস্তানের আন্তর্জাতিক সীমারেখায় সদা জাগ্রত আধা সেনা। অপারেশন সিঁদুরের সময়ও বাড়তি সতর্ক ছিল তারা। এবার অসমসাহসী কার্যকলাপের জন্য সম্মানিত সেই সেনারই ১৬ জওয়ান। স্বাধীনতা দিবসের প্রাক্কালে ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় ও রাজ্য বাহিনীর ১,০৯০ পদকেরও।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.