সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাধারণ বাজেটে ৫০ শতাংশ কর ছাড় পেয়ে মহাখুশি আড়াই থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত উপার্জনকারীরা৷ কিন্তু এতে সন্তুষ্ট নন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী৷ বুধবারের বাজেটকে রাহুল গান্ধী, “শের ও শায়েরির বাজেট” বলে উল্লেখ করলেন৷ বললেন, “এই বাজেটে কৃষকদের জন্য কিছুই নেই, যুবকদের জন্য কিছুই নেই৷ আমরা ভেবেছিলাম এই বাজেটে আতসবাজির প্রদর্শনী হবে৷ কিন্তু মনে হচ্ছে কেন্দ্রের ঘরে রাখা বারুদ ভিজে গিয়েছে৷” তবে দেশের রাজনীতি থেকে কালো টাকা দূর করতে তাঁর দলও সরকারের পাশে আছে বলে জানিয়েছেন রাহুল৷
Sher o shayari ka budget hai, kisaano ke liye kuch nahi kia,yuvaon ke liye kuch nahi kiya: Rahul Gandhi
Advertisement— ANI (@ANI_news)
প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি জাতির উদ্দেশ্যে ভাষণে এবারের বাজেটকে ‘উত্তম বাজেট’ বলে মন্তব্য করেছেন৷
: PM Narendra Modi shares his views on .
— ANI (@ANI_news)
কংগ্রেসের মুখপাত্র মণিশ তিওয়ারির প্রতিক্রিয়া, “এই বাজেটে নতুন কিছুই নেই৷ মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ কেন্দ্র৷ এই বাজেটকে রেল অবহেলিত হয়েছে৷”
নিতিন গডকড়ি এই বাজেটকে ঐতিহাসিক বাজেট বললে উল্লেখ করেছেন৷ তিনি বলেছেন, “রাজনীতিতে কালো ধন কমবে৷ সৎ মানুষরা রাজনীতিতে আসবেন৷”
Political parties mein kala dhan nahi aaega, imaandar log politics mein aaenge: Union Min Nitin Gadkari on political funding
— ANI (@ANI_news)
বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ দাবি করেছেন, এই বাজেটে গরিবদের কথা বিশেষভাবে ভাবা হয়েছে৷ ২০১৪-য় নরেন্দ্র মোদি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা পূরণ করেছেন৷
This budget is women, poor-friendly budget; PM Modi has fulfilled his promise made in 2014 to bring in transpanecy in politics: Amit Shah
— ANI (@ANI_news)
কেন্দ্রীয় মন্ত্রী অনন্ত কুমার বলেছেন, দেশের রাজনৈতিক ব্যবস্থাকে আরও স্বচ্ছ করতে এবারের বাজেট সাহায্য করবে৷
সাধারণ বাজেট ২০১৭-র পর শিব সেনা প্রধান উদ্ধব ঠাকরে তাঁর হতাশা ব্যক্ত করেছেন৷ তাঁর বক্তব্য, “প্রতি বছর বাজেট পেশ করার দরকার কী? গতবছর বাজেটের সব প্রতিশ্রুতি পূরণ হয়েছে আদৌ?”
What is the need to present the Budget every year? Were all announcements of last year’s budget fulfilled?: Uddhav Thackeray,Shiv Sena
— ANI (@ANI_news)
অর্থমন্ত্রীর কন্যা সোনালি জেটলি এই বাজেটকে নারীকল্যাণমূলক বলে উল্লেখ করেছেন৷
Its a very good budget with focus on skill development, it is women friendly: Sonali Jaitley(daughter of FM)
— ANI (@ANI_news)
কংগ্রেস নেতা মল্লিকার্জুন খারগে অভিযোগ করেছেন, সাধারণ বাজেট রেল বাজেটকে গিলে ফেলেছে৷
Rail budget ko main budget mein merge karne se uski identity chali gai. Badi machhli chhoti macchli ko nigal gai: M Kharge, Cong
— ANI (@ANI_news)
অ্যাসোচেমের জেনারেল সেক্রেটারি ডি এস রাওয়াত বাজেট নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন৷
Consider it mix budget.Industry hoped lot more fr promotion of investment bt I think FM did whatever ws possible: DS Rawat,Gen Secy ASSOCHAM
— ANI (@ANI_news)
কংগ্রেস নেত্রী রেণুকা চৌধুরি প্রশ্ন তুলেছেন, উত্তরপ্রদেশের আসন্ন নির্বাচনে বিজেপিও চেক বা ডিজিটাল মাধ্যমেই অনুদান নেবে তো?
Nothing on defence spending; How are they fighting ? Did they get donations in cheque or digital payment?: Renuka Chowdhury,Cong
— ANI (@ANI_news)
আইসিআইসিআই ব্যাঙ্কের সিইও ছন্দা কোছার এই বাজেটের প্রশংসা করেছেন৷
ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীর রমণ সিং বলেছেন, ‘সবকা সাথ, সবকা বিকাশ’-এর লক্ষ্যেই এবারের বাজেট পেশ হয়েছে৷
শক্তি মন্ত্রকের মন্ত্রী পীযুষ গোয়েল বলেছেন, “দেশের সব স্তরের মানুষের কথা ভেবেই এবারের বাজেট পেশ হয়েছে৷”
recognised benefits of &passed it on to ppl of India,has given benefits to every section: Power Min Piyush Goyal
— ANI (@ANI_news)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.