সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৬ সালের এপ্রিল-মে মাসে পশ্চিমবঙ্গের সঙ্গে বিধানসভা নির্বাচন হওয়ার কথা তামিলনাড়ুতেও। তার আগে দক্ষিণের গেরুয়া শিবিরে ভাঙন। দলবল নিয়ে এনডিএ ছাড়লেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও পনীরসেলভম, যিনি রাজ্য রাজনীতিতে ‘ওপিএস’ নামেও পরিচিত। বৃহস্পতিবার প্রাতঃভ্রমণে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী তথা ডিএমকে প্রধান এমকে স্ট্যালিনের সঙ্গে ‘ওপিএস’-এর দেখা হওয়ার পরেই বদলে গেল সমীকরণ।
এক সময় এডিএমকে-র তরুণ তুর্কী ছিলেন ‘ওপিএস’। জয়ললিতার অনুপস্থিতিতে দল এবং প্রশাসনের দায়িত্বও সামলেছেন। যদিও জয়ললিতার মৃত্যুর পরে পরিস্থিতি বদলে যায়। দলের ভিতরে ক্ষমতা হারান ওপিএস। এরপরেই দল ছেড়ে অনুগামীদের নিয়ে এনডিএ-তে যোগ দেন তিনি। পরবর্তীকালে অবশ্য কেন্দ্রের শাসকজোটে শামিল হয় এডিএমকে। সেই সময় এনডিএ ছাড়লেন বিজেপি।
ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার সকালে। যখন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা ডিএমকে প্রধান এমকে স্ট্যালিনের সঙ্গে প্রাতঃভ্রমণে দেখা গিয়েছিল ওপিএস-কে। এরপরেই চমক। বেলার দিকে তাঁর ঘনিষ্ঠ সহযোগী তথা তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী পিএস রামচন্দ্রন ঘোষণা করেন, তাঁরা এনডিএ ছাড়ছেন। আনুষ্ঠানিক ঘোষণার সময় সেখানে উপস্থিত ছিলেন পনীরসেলভম। সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “এই মুহূর্তে আমরা কোনও দলের সঙ্গে জোট করছি না। তবে ভবিষ্যতে নির্বাচনের আগে আমরা এই বিষয়ে ভাবনাচিন্তা করব।” রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এখনই ঘোষণা না করলেও বিধানসভা নির্বাচনের আগে দক্ষিণের রাজ্যের রাজনৈতিক সমীকরণে ব্যাপক বদল আসতে চলেছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.