সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অদৃশ্য শত্রুদের বিরুদ্ধে লড়াই করছেন দেশের অপরাজেয় স্বাস্থ্যকর্মীরা। তাঁদের জয় হবেই। দেশের স্বাস্থ্যকর্মীদের মনোবল বাড়াতে সোমবার এক ভিডিও কনফারেন্সে এমনই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন বেঙ্গালুরুর রাজিব গান্ধী মেমোরিয়াল হাসপাতালের রজত জয়ন্তী। সেই উপলক্ষ্যে স্বাস্থ্যকর্মীদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন তিনি।
The virus may be an invisible enemy. But our warriors, medical workers are invincible. In the battle of Invisible vs Invincible, our medical workers are sure to win: PM Narendra Modi
Advertisement— ANI (@ANI)
লকডাউন ৫.০-এর শুরুর দিনই ক্যাবিনেট বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী। সেখানে ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। সেই বৈঠক শুরুর আগেই ভিডিও কনফারেন্স স্বাস্থ্যকর্মীদের উদ্দেশ্যে বার্তা দিলেন প্রধানমন্ত্রী। এদিন করোনার বিরুদ্ধে কর্ণাটক সরকারের লড়াইয়েরও প্রশংসা করেন তিনি। তাঁর কথায়, করোনার বিরুদ্ধে লড়াই করছে দেশ। কর্ণাটক সরকার যেভাবে এর মোকাবিলা করছে তা প্রশংসনীয়। এরপরই তিনি গোটা যুদ্ধে স্বাস্থ্যকর্মীদের ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী।
নরেন্দ্র মোদির কথায়, করোনা দেশের অদৃশ্য শত্রু। তার বিরুদ্ধে লড়াই করছে দেশের অপরাজেয় সৈনিক স্বাস্থ্যকর্মীরা। তাঁদের জয় হবেই। এ প্রসঙ্গে বলতে গিয়ে প্রধানমন্ত্রী চিকিৎসা ক্ষেত্রে পরিকাঠামো উন্নয়নে বিষয়ে জোর দেওয়ার কথা বলেন। গত ছয় বছরে এই উদ্দেশে কেন্দ্র সরকার কী কী পদক্ষেপ করেছে তার খতিয়ানও তুলে ধরেন তিনি। এমনকী আয়ুষ্মান ভারতে এক কোটি মানুষ উপকৃত হয়েছেন বলে জানিয়েছেন তিনি। একইসঙ্গে দেশীয় প্রযুক্তিতে করোনা মোকাবিলা করা হবে বলেও জানিয়েছেন তিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.