Advertisement
Advertisement
Ladakh Clash

‘ভারতের মাটিতে প্রবেশ করেনি চিন’, লাদাখ ইস্যুতে সাফ জানালেন প্রধানমন্ত্রী 

ভারতের দিকে যারা চোখ তুলে তাকিয়ে ছিল তারা চরম শিক্ষা পেয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

"Our Posts Have Not Been Occupied": PM At All-Party Meet On Ladakh Clash
Published by: Soumya Mukherjee
  • Posted:June 19, 2020 9:28 pm
  • Updated:June 19, 2020 10:06 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘আমাদের কোনও পোস্ট দখল হয়নি। বা কেউ আমাদের সীমান্ত টপকে দেশের মধ্যে ঢুকেও পড়েনি।’ শুক্রবার সর্বদলীয় বৈঠক (all-party meeting) – এর সময় একথাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Advertisement

এর পাশাপাশি তিনি আরও বলেন, ‘লাদাখে আমাদের ২০ জন বীর জওয়ান শহিদ হয়েছেন। কিন্তু, তার আগে তাঁরা ভারত মাতার দিকে যারা চোখ তুলে তাকিয়ে ছিল তাদের চরম শিক্ষাও দিয়েছে। আগে ওই এলাকাগুলোতে নজরদারি চালানো হত না। কিন্তু, এখন আমাদের জওয়ানরা ওই সমস্ত দুর্গম এলাকায় টহলদারি করতে পারেন। সরকারের তরফে তাঁদের সবরকমের সাহায্য করা হচ্ছে।’

[আরও পড়ুন:উত্তপ্ত ভারত-চিন সীমান্ত, দেশের পাশে দাঁড়াতে বন্ধ হল রাম মন্দির নির্মাণের কাজ]

দেশের নাগরিক ও সরকারের জওয়ানদের উপরে ভরসা রয়েছে বলে মন্তব্যও করেন তিনি। এপ্রসঙ্গে বলেন, ‘জওয়ানদের উপর পুরো ভরসা রয়েছে দেশের। আমি ওই বীর জওয়ানদের এই কথা বলতে চাই যে পুরো দেশ আপনাদের সঙ্গে রয়েছে। প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়ে আমরা আমাদের স্বশস্ত্র বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছি। ভারত কখনই বিদেশি চাপের কাছে মাথা ঝোঁকায় না। দেশের নিরাপত্তার জন্য যে পদক্ষেপ জরুরি তাই নেওয়া হবে।’

ভারত সবসময় শান্তির পক্ষে বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘ভারত বন্ধুত্ব ও শান্তি চায়। কিন্তু, সার্বভৌমত্বের বিষয়টা হল সবার উপরে। দেশের সার্বভৌমত্বের প্রশ্নে কোনওরকম সমঝোতা করা যাবে না।’

[আরও পড়ুন:‘আমরা এখনও অন্ধকারে রয়েছি’, লাদাখ নিয়ে সর্বদল বৈঠকে কেন্দ্রকে তোপ সোনিয়ার]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ