প্রতীকী ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের প্রকাশ্যে বিজেপিশাসিত উত্তরপ্রদেশে নারী নিরাপত্তাহীনতার ছবি। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ভাদোহি জেলায়। ১৭ বছরের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে এক যুবকের বিরুদ্ধে। নির্যাতিতার পরিবার মিটমাটে রাজি না হওয়ায় নাবালিকাকে অপহরণ করেছে অভিযুক্ত যুবক ও তার বাবা। মঙ্গলবার পুলিশের কাছে এমনই অভিযোগ করেছে মেয়েটির বাবা।
গোপীগঞ্জ থানার পুলিশ সূত্রে জানা যাচ্ছে, অভিযুক্ত ওই যুবকের নাম রবিশঙ্কর মিশ্র। গতবছর ডিসেম্বর মাসে নাবালিকার বাবা থানায় অভিযোগ জানিয়ে ছিলেন, তাঁর মেয়েকে স্কুল থেকে মায়ের অসুস্থতার খবর দিয়ে অন্যত্র নিয়ে যায় রবিশংকর। মাদক খাইয়ে বেহুঁশ করে ধর্ষণ করে সে। যে মামলায় বেশ কয়েকমাস হাজতবাস করেন অভিযুক্ত রবিশংকর মিশ্র। জুন মাসেই জামিন পেয়েছে সে। এরপরই নাকি রবিশংকর ওই মেয়েটির পরিবারকে চাপ দিয়ে ধর্ষণের মামলার মিটমাট করে নিতে পারে। যদিও সে প্রস্তাবে রাজি হয়নি নির্যাতিতার পরিবার। এরপরই নাকি রবিশংকর ও তাঁর বাবা ওই নাবালিকাকে অপহরণ করেছেন। গোপীগঞ্জ থানায় এমনই অভিযোগ দায়ের করেছেন মেয়েটির বাবা। এমনকি মেয়ের প্রাণহানিরও আশঙ্কা করছেন তিনি।
অভিযোগ পাওয়ার পরই নাবালিকার খোঁজে তৎপর হয়েছে পুলিশ। অভিযুক্ত রবিশংকর মিশ্র ও তাঁর বাবার খোঁজেও জারি আছে তল্লাশি। খুব শীঘ্রই নাবালিকাকে খুঁজে বের করবেন তারা, দাবি জানিয়েছে গোপীগঞ্জ থানার পুলিশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.